1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাহিম দশতি: বাকস্বাধীনতার সেনানী

১ আগস্ট ২০১১

আফগান সাংবাদিক ফাহিম দশতি কাবুলের একটি সংবাদপত্রের প্রকাশক৷ তালেবানের বিরুদ্ধে সক্রিয়৷ আল-কায়েদা সন্ত্রাসের সঙ্গেও ব্যক্তিগতভাবে পরিচিত৷

https://p.dw.com/p/127IB
Nur für Projekt 9/11: Porträt Fahim Dashty
ফাহিম দশতিছবি: DW / M. Gerner

নাইন-ইলেভেনের ঠিক দু'মাস আগে আফগানিস্তানে এমন একটি ঘটনা ঘটে, যার কথা আফগানরা আজও বিস্মৃত হননি৷ আল-কায়েদা সন্ত্রাসবাদীরা ‘পঞ্জশিরের সিংহ' বলে পরিচিত আহমদ শাহ মাসুদ'কে সেই দিন হত্যা করা হয়৷ মাসুদ ছিলেন তালেবানের বিরুদ্ধে আফগান প্রতিরোধের কিংবদন্তী পুরুষ৷ মাসুদের সঙ্গে সাংবাদিক সেজে দেখা করতে এসেছিল দুই আল-কায়েদা সন্ত্রাসী৷ মাসুদ যখন শ্রোতা-অনুগামী-সাংবাদিকদের বৃত্তে বসে রয়েছেন, দু'জন ছদ্ম সাংবাদিকদের মধ্যে একজন তখন তার ক্যামেরাটা দিয়ে বোমাটি ফাটায়৷ সন্ত্রাসীদের ঠিক পিছনের সারিতে বসে ছিলেন ফাহিম দশতি - মাত্র আধ মিটার পিছনে৷ বরং অন্যরাই দু'তিন মিটার দূরে ছিলেন৷ অথচ প্রাণে বেঁচে যান ফাহিম৷ তখন তাঁর বয়স ২৮৷

Bilder zum Thema: Fahim Dashty, Journalist in Afghanistan, ehemaliger Widerstandskämpfer gegen die Taliban *** Bilder von Martin Gerner, DW, eingestellt Mai 2011
ছবি: DW/M.Gerner

‘যা'ও, আগে পড়াশুনা শেষ করো'

সারা শরীরে পোড়ার দাগ৷ মাথার চুলও পুড়ে গেছিল৷ কিন্তু ফাহিম যে ক্ষতটা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন, সেটি হল মাসুদ'কে হারানোর বেদনা৷ ফাহিমও পঞ্জশিরের মানুষ৷ পঞ্জশিরের সিংহ মাসুদ যখন সোভিয়েত জবরদখলকারিদের বিরুদ্ধে লড়ছেন, তখন স্কুলের ছাত্র ফাহিম তাঁর সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন৷ মাসুদ কিন্তু তাকে কাবুলে ফেরৎ পাঠান: ‘যা'ও, আগে পড়াশুনা শেষ করো৷' স্কুল শেষ করে রিপোর্টার হিসেব মুজাহেদ্দিনদের সঙ্গে ঘোরা হল ফাহিমের কাজ, সাথে একটা ছোট ক্যামেরা টীমও থাকতো৷ মাসুদের অভিযানের সাক্ষী হল সেই সব ফিল্ম৷ ১৯৯৩ সালে মাসুদের দলের মুখপত্র হিসেবে ‘কাবুল উইকলি' প্রতিষ্ঠিত হয়৷ তা'তে কাজ শুরু করেন ফাহিম৷

২০০২ সালে নতুন করে ‘কাবুল উইকলি' প্রতিষ্ঠা করেছেন ফাহিম দশতি৷ সূচনায় বিদেশ থেকে অর্থসাহায্যও পেয়েছেন৷ গোড়া থেকেই তিনি কারজাই সরকারের কঠোর সমালোচক৷ সেজন্য নাকি তাকে হঠাৎ কোনো গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাতে হতে পারে, এমন হুমকিও এসেছে৷ ২০০৯ সালের নির্বাচনের পর ভোটে জালিয়াতির সমালোচনা করেছিলেন ফাহিম৷ ফলে কারজাই সমর্থক বাণিজ্য সংস্থাগুলি ফাহিমের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে৷ সব সত্ত্বেও ফাহিম চলতি বছরের মার্চ মাস অবধি পত্রিকাটি চালিয়ে গেছেন৷ কিন্তু তারপর বন্ধ করতে বাধ্য হয়েছেন৷

যুদ্ধ সর্বত্র

Bilder zum Thema: Fahim Dashty, Journalist in Afghanistan, ehemalider Widerstandskämpfer gegen die Taliban *** In seiner Wohnsiedlung in Microrayan, Kabul, bei der Gartenarbeit *** Bilder von Martin Gerner, DW, eingestellt Mai 2011
ছবি: DW/M.Gerner

সাধারণভাবে আফগানরা স্বদেশে বিদেশী সৈন্যদের উপস্থিতি মেনে নিয়েছে বলেই ফাহিম মনে করেন৷ তবে বর্তমানে তালেবানের সঙ্গে আলাপ-আলোচনার যে প্রচেষ্টা চলেছে, তা'তে বিশেষ কোনো লাভ হবে বলে তিনি মনে করেন না৷ ন্যাটোর সৈন্যাপসারণের জন্য ২০১৪ সালের মতো কোনো তারিখ নির্দিষ্ট করাটাও তিনি ভুল বলে মনে করেন৷ অপরদিকে বিদেশী সৈন্যরা বিদায় নিলে আফগানরা কয়েকটা স্কুল এবং হাসপাতাল হারাবে বটে - ফাহিমের তির্যক মন্তব্য - কিন্তু পশ্চিমকে বার্লিন, প্যারিস, লন্ডন, মাদ্রিদ, নিউ ইয়র্কে ঠিক সেই যুদ্ধ চালাতে হবে৷

প্রতিবেদন: মার্টিন গের্নার/অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ