1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরমুলা ওয়ান

৩১ ডিসেম্বর ২০১২

ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে বিশ্বে ‘ফরমুলা ওয়ান’-এর আজকের যে অবস্থান, তার পেছনে যে ক’জন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি তাঁদের একজন হলেন ব্রিটিশ ব্যবসায়ী বার্নি একেলস্টোন৷ বিশ্বে এফ১-কে জনপ্রিয় করেছেন তিনিই৷

https://p.dw.com/p/17BXj
Formula One boss Bernie Ecclestone arrives at the opening gala for the Canadian Grand Prix in Montreal on Thursday, June 7, 2012. (Foto:The Canadian Press, Graham Hughes/AP/dapd)
ছবি: dapd

গত প্রায় চল্লিশ বছর ধরে ফরমুলা ওয়ানের প্রধান কর্তাব্যক্তি বার্নি একেলস্টোন৷ ফরমুলা ওয়ানকে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলা এবং একে ব্যবসায়িকভাবে সফল করে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি৷

তবে এবার হয়ত দুর্নীতির অভিযোগে তাঁকে ফরমুলা ওয়ান ছেড়ে যেতে হতে পারে৷

জার্মানির একটি আদালতের মামলায় অভিযুক্ত হতে পারেন একেলস্টোন৷ তাঁর অপরাধ, তিনি একজনকে ঘুস দিয়েছেন৷ ‘সিভিসি' নামের মার্কিন যে কোম্পানিটি বর্তমানে ফরমুলা ওয়ানের অন্যতম মালিক, তাদের হয়ে একেলস্টোন জার্মান এক ব্যাংক কর্মকর্তাকে ৪৪ মিলিয়ন ডলার ঘুস দিয়েছেন বলে অভিযোগ৷

গেরহার্ড গ্রিবকোভোস্কি নামের ঐ ব্যাংক কর্মকর্তা ‘বায়ারিশে লান্ডেসবাংক' নামক একটি ব্যাংকে চাকরি করতেন৷ ঐ ব্যাংকটি একসময় ফরমুলা ওয়ানের অন্যতম মালিক ছিল৷ ব্যাংকটি যেন তাদের শেয়ার মার্কিন কোম্পানি সিভিসি'র কাছে বিক্রি করে দেয়, সেজন্য ঘুসের আদান-প্রদান হয়েছিল৷ আর সিভিসি'র হয়ে সেই কাজটি করেছিলেন একেলস্টোন, এমনটাই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷

Formula One boss Bernie Ecclestone waves a chequered flag during the ?KitzCharityTrophy? event on the sidelines of the men?s Alpine Skiing World Cup downhill race in Kitzbuehel Austria on 24 January 2009. EPA/HERBERT NEUBAUER +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

এই অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রিবকোভোস্কি এখন কারাদণ্ড ভোগ করছেন৷

ব্রিটিশ পত্রিকা ‘সানডে টেলিগ্রাফ'-কে দেয়া এক সাক্ষাৎকারে একেলস্টোন বলেছেন, ‘‘জার্মান আদালতে যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে সিভিসি হয়ত আমাকে আর চাইবে না৷''

তবে নিজের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে একেলস্টোন বলেছেন, তিনি ঐ ব্যাংক কর্মকর্তাকে টাকা দিয়েছেন ঠিকই, তবে সেটা তাঁর নিজের বিরুদ্ধে থাকা কর বিষয়ক মিথ্যা অভিযোগ বন্ধ করার জন্য – অন্য কোনো কারণে নয়৷

এদিকে, একেলস্টোনের সম্ভাব্য প্রস্থানের বিষয়টি মাথায় রেখে সিভিসি ইতিমধ্যে নতুন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে৷ অর্থাৎ যে কোম্পানির জন্য একেলস্টোন দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ, তারাই এখন একেলস্টোনের বিকল্প খুঁজছে৷

একেই বোধ হয় বলে নিয়তি!

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য