ডয়চে ভেলের ফটো প্রতিযোগিতায় বিজয়ী... | পাঠক ভাবনা | DW | 16.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ফটো প্রতিযোগিতায় বিজয়ী...

এ বছর ব্রাজিলে ‘বিশ্বকাপ ফুটবল’ চলাকালীন ডয়চে ভেলে থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পাঠকবন্ধুদের জন্য৷ বিশ্বকাপকে কেন্দ্র করে পাঠকদের নিজেদের তোলা ছবি পাঠাতে হবে – এমনটাই ছিল শর্ত৷

বলা হয়েছিল, ...যাঁর তোলা ছবিতে বিশ্বকাপের বিষয়টি ভালোভাবে ফুটে উঠবে এবং আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত বলে মনে হবে, তাঁকেই বিজয়ী বলে নির্বাচন করা হবে৷

কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আমাদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে সক্ষম হননি৷ এছাড়া এ কথাও সত্য যে, মাত্র কয়েকজন পাঠকবন্ধুই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ যাই হোক, প্রতিযোগিতা যখন করা হয়েছে, ফলাফল তো প্রকাশ করতেই হবে! তাই না?

আমাদের বিবেচনায় ফটো প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন – শাহনাজ পারভীন, ইন্সট্রাকটার, এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট, বাংলাবাজার, গাইবান্ধা, বাংলাদেশ৷

শাহনাজ পারভীনকে আমাদের আন্তরিক অভিনন্দন! আপনার পুরস্কার একটি ‘আইপড' কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রি ডাকে পাঠানো হবে৷ তাই আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছি৷ আর যাঁরা এই ফটো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

এবার মতামত

জলন্ত অগ্নিশিখা ও যুদ্ধের অপর নাম এবোলা' শীর্ষক প্রতিবেদন পড়লাম৷ তথ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে আমাদের অবহিত করার জন্য ডিডাব্লিউ-কে ধন্যবাদ৷ যত রোগ আছে তার মধ্যে এবোলা সবচেয়ে ভয়ানক৷ পৃথিবীতে যত প্রযুক্তিগত উন্নত হচ্ছে, রোগব্যাধি তত বৃদ্ধি পাচ্ছে৷ এর প্রতিরোধক না থাকলে সারা বিশ্বেই এই রোগ বিস্তার লাভ করবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে৷ সে কারণে এখনই এর প্রতিশেধক আবশ্যক৷'' মন্তব্য চট্টগ্রাম থেকে ডা. অসিত কুমার দাশ মিন্টুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন