1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লেয়াররা ক্লাব ছাড়েন কেন?

২৮ আগস্ট ২০১৪

চারবার আফ্রিকার প্লেয়ার অফ দ্য ইয়ার স্যামুয়েল এটো’ গেলেন চেলসি এবং তাদের কোচ জোসে মুরিনিও-কে ছেড়ে এভারটনে৷ ওদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার আনখেল দি মারিয়া রেয়াল মাদ্রিদ ছেড়ে এলেন ম্যান ইউ-তে৷ কিন্তু কেন?

https://p.dw.com/p/1D2hd
Wm 2014 Viertelfinale Argentinen - Belgien Di Maria verletzt
ছবি: Reuters

স্যামুয়েল এটো' যেমন একদিকে ইউরোপীয় ফুটবলে একটি পরিচিত নাম, তেমনই আন্তর্জাতিক ফুটবলে তিনি তাঁর স্বদেশ ক্যামেরুন-এর অবয়ব৷ এই খেলোয়াড়টির আজ ৩৩ বছর বয়স হয়েছে – কিন্তু তাই নিয়ে চেলসির ম্যানেজার জোসে মুরিনিও ঠাট্টা করতে গেলেন কোন দুঃখে? অথচ দু'জনে এককালে ইন্টার মিলান-এও একসঙ্গে ছিলেন৷ যাই হোক, মুরিনিও-র ঠাট্টা নিয়ে দু'জনের মনোমালিন্যের কথা বাজারে শোনা যাচ্ছিল৷

কিন্তু বুধবারের একটি সাংবাদিক সম্মেলনে সে প্রসঙ্গ উঠলে এটো' বলেন, ‘‘জোসে মুরিনিও সম্পর্কে আমার একমাত্র যা বলার আছে, তা হলো: আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি৷ তাঁর জন্যেই আমি প্রিমিয়ার লিগে গৃহীত ও অন্তর্ভুক্ত হবার সুযোগ পেয়েছি এবং আমি তাঁকে সেজন্য আমার ধন্যবাদ জানাতে চাই৷'' আগামী শনিবার তিনি তাঁর নতুন ক্লাব এভারটন-এর হয়ে পুরনো ক্লাব চেলসির বিরুদ্ধে খেলবেন কিনা, এ প্রশ্নের উত্তরে এটো' বলেন: ‘‘আসল কাজটা হলো আমার নতুন দলীয় সতীর্থদের খেলার ধরনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া৷'' খুবই পেশাদার সুলভ উত্তর৷

Fussball - Real Madrid Angel di Maria
আনখেল (বানানভেদে আনহেল) দি মারিয়াছবি: picture-alliance/dpa

দি মারিয়ার জন্য দশ কোটি ডলার

এটো' ঐ সাংবাদিক সম্মেলনে আরো বলেন যে, তিনি তাঁর ক্যারিয়ারের শেষ দিকে পৌঁছাতে চলেছেন এবং এমন জায়গায় যোগ দিতে চান, যেখানে তাঁর অবদানকে মূল্য দেওয়া হবে৷'' বিশ্বকাপের গোড়ার দিকে লিওনেল মেসির বিশ্বস্ত সহযোগী আর্জেন্টাইন মিডফিল্ডার আনখেল (বানানভেদে আনহেল) দি মারিয়ার বয়স এখন ‘মাত্র' ২৬৷ এবং তাঁকে রেয়াল মাদ্রিদ থেকে আনার জন্য তাঁর নতুন ক্লাব যে মূল্য দিয়েছে, তা থেকে ম্যান ইউ-তে দি মারিয়ার মূল্যায়ন সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকে না: প্রায় ছ'কোটি পাউন্ড কিংবা দশ কোটি ডলার কিংবা সাড়ে সাত কোটি ইউরো৷

এখন প্রশ্ন হলো, দি মারিয়া স্বেচ্ছায় গেলেন, না তাঁকে মাদ্রিদ থেকে ‘তাড়ানো' হয়েছে৷ রেয়াল-এর কোচ কার্লো আঞ্চেলটি গত সপ্তাহে বারংবার বলেছেন যে, দি মারিয়া মাদ্রিদ ছাড়তে চেয়েছিলেন৷ দি মারিয়া এই ইঙ্গিতের বিরোধিতা করেছেন, কিন্তু এ-ও বলেছেন যে, তাঁর রেয়াল ছাড়ার মূল কারণ হলো এই যে, তাঁকে কোনো ‘ইমপ্রুভ্ড কনট্র্যাক্ট' দেওয়া হয়নি৷ কাজেই দি মারিয়া এবার মাদ্রিদের ক্রীড়া দৈনিক ‘মার্সা'-কে লেখা খোলাচিঠিতে স্পষ্টাস্পষ্টি বলেছেন: ‘‘দুঃখজনকভাবে আজ আমাকে (মাদ্রিদ) ছাড়তে হবে৷ কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই যে, আমি নিজে তা কখনো চাইনি৷''

তিনি নাকি দশম ইউরোপীয় কাপ (চ্যাম্পিয়নস লিগ) জয়ের পর স্বদেশ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন এই আশা নিয়ে যে, রেয়াল-এর পরিচালক মণ্ডলীর কাছ থেকে কোনোরকম প্রস্তাব আসবে৷ কিন্তু ‘‘ওরা অনেক কিছু বলে, অনেক মিথ্যে কথা৷ ওরা ক্লাব পরিত্যাগ করার দায়িত্বটা আমার কাঁধেই চাপাতে চেয়েছিল৷'' তিনি যেভাবে ফুটবল খেলেন, তা নাকি অনেকের মনমতো নয়৷ অপরদিকে তাঁর কাছে মাইনে ছাড়াও আরো বহু জিনিসের দাম আছে৷ কিন্তু রেয়াল-এর প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যখন দশ কোটি ডলার খরচ করে বিশ্বকাপের দুই তারকা খামেস রদ্রিগেজ ও টোনি ক্রোসকে কিনলেন, তখন দি মারিয়া দেখলেন যে, বের্নাবেউতে তাঁর পংক্তি এখন উপরোক্তদেরও তলায় হবে৷

তখন তাঁর আর রেয়াল না ছেড়ে উপায় কি, বলুন? তাছাড়া ম্যান ইউ তো দি মারিয়ার ট্রান্সফার ফি'তেই দেখিয়ে দিয়েছে, তাদের ক্যাডারে দি মারিয়ার স্থান ঠিক কোথায়৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য