1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসের জাদুঘর থেকে চুরি গেল পিকাসো-মাতিস’এর চিত্রকর্ম

২১ মে ২০১০

একটা নয়৷ পাঁচ-পাঁচটা অমূল্য চিত্রকর্ম৷ তাও আবার পাবলো পিকাসো, অঁরি মাতিস, জর্জ ব্রাক, আমেদেও মোডিগলিয়ানি এবং ফেরনঁ লেজার’এর মতো বিশ্ব-বিখ্যাত সব চিত্রকরদের আঁকা৷ জানাচ্ছেন প্যারিসের মেয়র বের্ত্র দেলানো৷

https://p.dw.com/p/NTZE
পাবলো পিকাসো: নিজের হাতেই এঁকেছেন নিজের ছবিটিছবি: Philadelphia Museum of Art, Philadelphia, PA, USA

বৃহস্পতিবার ভোর রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ‘মিউজিয়াম অব মডার্ন আর্ট' থেকে খোয়া গেছে এই পাঁচটি চিত্রকর্ম, জানাচ্ছে পুলিশ৷ এদিকে চুরির পর সেইন নদী থেকে শুরু করে আইফেল টাওয়ার পর্যন্ত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলেও, এখনও চোরের কোনো হদিশ পাওয়া যায় নি৷ তবে ঘটনাটির তদন্ত করছে ফ্রান্সের সংগঠিত অপরাধবৃত্তি প্রতিরোধ ব্রিগেড বা বিআরবি৷

পুলিশ জানায়, রাতের অন্ধকারে জাদুঘরের একটি কাঁচের জানলা ভেঙে ভিতরে ঢুকে পড়ে চোর৷ আর খুব সহজেই হাত সাফাই-এর কাজ শেষ করে পালায়৷ জাদুঘরের এক মুখপাত্র জানান, চুরি হওয়া শিল্পকর্মগুলির মধ্যে ছিল স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসো'র ‘পায়রা এবং কড়ইশুঁটি', মাতিস'এর ‘পাস্তোরাল', ব্রাক'এর ‘এস্তাকের কাছে অলিভ গাছ', মোডিগলিয়ানির ‘হাতপাখা হাতে মহিলা' এবং লেজার'এর ‘ঝাড়বাতি সহ স্টিল লাইফ'৷

খুব স্বাভাবিকভাবেই, পিকাসোর মতো বিশ শতকের গুরুত্বপূর্ণ সব শিল্পীর শিল্পকর্মের বাজার মূল্য অনেক বেশি হওয়ায়, সেগুলি পরিণত হয়েছে চোরদের লক্ষ্যবস্তুতে৷ এর আগে, অর্থাৎ ২০০৭ ও ২০০৮ সালে প্যারিস ও ব্রাজিলের সাও পাওলো থেকে পিকাসোর শিল্পকর্ম চুরির ঘটনা ঘটে৷ চুরি যায় পাবলো পিকাসোর আঁকা ৩২টি ছবির একটি স্কেচবুকও৷ তবে বৃহস্পতিবার চুরি হওয়া চিত্রকর্মগুলির আনুমানিক বাজার দর প্রথমে ৫০০ মিলিয়ন ইউরো বলা হলেও, এখন বলা হচ্ছে এগুলির দাম মাত্র ১০০ মিলিয়ন ইউরো৷ জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী