‘পাঠকদের মতামত দেখে স্বস্তি ফিরে পেলাম' | পাঠক ভাবনা | DW | 26.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘পাঠকদের মতামত দেখে স্বস্তি ফিরে পেলাম'

‘‘গত কয়েকদিন ওয়েবসাইটে ‘পাঠক ভাবনা' পর্বটি না দেখতে পেয়ে ধরেই নিয়েছিলাম যে, কর্তৃপক্ষ পাঠকদের মতামত প্রকাশের এই মাধ্যমটিকে বন্ধ করে দিয়েছে৷ কিন্তু আজ আবার স্বস্তি ফিরে পেলাম৷''

এই মন্তব্য পাঠক ওবায়দুল্লা পিন্টুর৷

- ধন্যবাদ ভাই পিন্টু৷ আপনি জানেন শনি ও রবিবার ‘পাঠক ভাবনা' পাতাটি আপডেট করা হয় না৷ গত সপ্তাহে শুক্রবারও অনিবার্য কারণবশত আপডেট করা সম্ভব হয়নি, আমরা দুঃখিত৷ তবে আপনারা যে তা লক্ষ্য করেছেন, তা জেনে ভালো লাগলো৷

পাঠক ওবায়দুল্লাহ পিন্টু আরো লিখেছেন, ‘‘গতকালের পাঠক ভাবনায় শ্রোতা বোন সাবিনার ডয়চে ভেলে কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত অন্বেষণ কুইজের পুরস্কার আইপডটি ফেরত পাঠানোর সংবাদটি সত্যি দুঃখজনক৷ তাঁর জন্য আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি৷ সেই সাথে ডয়চে ভেলে কর্তৃপক্ষকে অনুরোধ করবো, পাঠকদের জন্য পাঠানো প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেটের উপরে বাংলাদেশ ডাকবিভাগকে শুল্ক না ধরার অনুরোধ জানানোর স্টিকার মেরে, তারপর তা পাঠানোর জন্য৷''

- বন্ধু, এতেও কোনো ফল হয়নি৷ অর্থাৎ ডয়চে ভেলের পক্ষ থেকে যা যা করা দরকার, সবই করা হয়েছে৷

বাংলাদেশের ডাক বিভাগ সম্পর্কে পাঠক ওবায়দুল্লার মন্তব্য: ‘‘বাংলাদেশের ডাকবিভাগের কথা আর কী বলবো! আমার মনে হয় যত গাধা, নেশাখোর ও চোর জাতীয় লোককে ডাকবিভাগ নিয়োগ দিয়েছে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো শ্রোতাদের জন্য উপহার সামগ্রী চুরি করে নেয়৷ এছাড়া তারা যখন তা চুরি করতে না পারে, তখন তার উপর উচ্চ শুল্ক আরোপ করে, যা আমরা যারা বিভিন্ন দেশে পত্র যোগাযোগ করি কিছু উপহার সামগ্রী পাওয়ার জন্য, এটা তাদের জন্য খুবই দুঃখজনক৷ আমরা জানি বাংলাদেশ ও ভারতের কিছু কিছু এলাকা ছাড়া বিশ্বের কোনো দেশে এ ধরনের কোনো ব্যবস্থা নেই৷ কারণ যে বা যিনি প্যাকেটটি পাঠান, তিনি তো সমস্ত ডাকমাশুল পরিশোধ করেই পোস্ট করেন৷ তাহলে আবার এই শুল্ক কেন? এ বিষয়ে জানতে চাই বাংলাদেশ ডাকবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে৷ মো. ওবায়দুল্লাহ পিন্টু, আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷''


পরের ই-মেলটি যশোরের বন্ধু আশিকুজ্জামান সবুজের৷ তিনি লিখেছেন, ‘‘ডয়চে ভেলের ওয়েবসাইটে ‘ভিডিও ব্লগিং যেভাবে মিডিয়াকে বদলে দিচ্ছে' প্রতিবেদনটি পড়লাম৷ আমার একটা অনুরোধ আছে৷ আমাকে ‘আউটসোরসিং' বিষয়ে ধারণা দিলে খুশি হবো৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন