1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিচিতি : ক্যাথরিন অ্যাশটন

২০ নভেম্বর ২০০৯

বিস্ময়করভাবেই ইউরোপীয় কাউন্সিলের প্রথম মহিলা পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রধান হিসেবে মনোনীত হলেন ব্রিটিশ অর্থনীতিবিদ এবং লেবার রাজনীতিক ক্যাথরিন অ্যাশটন৷ শুধু তাই নয়, অ্যাশটন’ই নাকি পরিষদটির ভাইস প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/KbVt
ক্যাথরিন অ্যাশটনছবি: Picture-alliance/dpa

বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের দুটি শীর্ষ পদে মনোনীত হয়ে ৫৩ বছর বয়স্কা অ্যাশটন বলেন, ‘‘ব্রিটেনে আমি প্রথম মহিলা কমিশনার ছিলাম, ছিলাম ইউরোপীয় ইউনিয়নের প্রথম বাণিজ্যিক কমিশনারও৷ তাই এবার, ইউরোপীয় কাউন্সিলের প্রথম মহিলা পররাষ্ট্র বিষয়ক প্রধান হিসেবে মনোনয়ন পেয়ে আমি সত্যিই গর্বিত৷ তবে আমি আমার দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে চাই৷ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, এ কাজ আমি নিষ্ঠার সঙ্গে পালন করবো৷ ইউরোপের আদর্শকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো আমি৷''

জন্ম ও শিক্ষা

১৯৫৬ সালের ২০শে মার্চ ব্রিটেনের আপহল্যান্ড-এ জন্মগ্রহণ করেন ক্যাথরিন মার্গারেট অ্যাশটন৷ ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের বেডফোর্ড কলেজ থেকে তিনি অর্থনীতি ও সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করেন এবং ১৯৭৯ পর্যন্ত পরমাণু নিরস্ত্রীকরণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন৷ এরপর ১৯৮৩ থেকে ১৯৮৯ - এই দীর্ঘ সময় জুড়ে অ্যাশটন নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত কাজ করেন হের্টফোর্ডশায়ার-এর স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে৷

রাজনৈতিক জীবন

২০০১ সালে ব্রিটেনের শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের আন্ডার-সেক্রেটারি নিযুক্ত হন অ্যাশটন৷ এরপর ২০০৪ সালে সংসদের সাংবিধানিক বিভাগ এবং ২০০৬ সালে বিচারবিভাগের আন্ডার-সেক্রেটারি পদে নিয়োগ পান তিনি৷ সে বছরই অ্যাশটন লাভ করেন বছরের শ্রেষ্ঠ রাজনীতিকের পুরস্কার৷ এখানেই শেষ হয় না৷ ২০০৭ সালের ২৮শে জুন হাউস অফ লর্ডস-এর নেত্রী এবং লর্ড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল পদে ক্যাথরিন অ্যাশটন'কে নিয়োক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন৷

ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন

২০০৮ সালের ৩রা অক্টোবর কমিশনার পিটার ম্যান্ডেলসনের জায়গায় স্থলাভিষিক্ত হন ক্যাথরিন অ্যাশটন৷ অর্থাৎ, তিনিই ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা কমিশনার৷ শুধু তাই নয়, এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রথম বাণিজ্যিক কমিশনারও নিযুক্ত হন আপহল্যান্ড-এর ‘ব্যারনেস' বলে পরিচিত অ্যাশটন৷

আর এবার, ইউরোপীয় কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক প্রধান হিসেবে ইউরোপের প্রায় ৫,০০০টি নতুন পররাষ্ট্র বিষয়ক প্রকল্পের দায়িত্ব নেবেন অ্যাশটন৷ এছাড়া, বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের নানাবিধ মিশনগুলির দেখাশোনার ভারও থাকবে তাঁর ওপর৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই