1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মিথ্যাচার’ ধরিয়ে দিলেন ইইউ প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশে সহিংসতার কারণে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল, গত বুধবার এমনটাই সাংবাদিকদের জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ কিন্তু আসল ঘটনা পুরোপুরি ভিন্ন৷

https://p.dw.com/p/1EfB3
Bangladesch Dhaka Zusammenstöße Gewalt Straßenschlachten 5.1.2015
ছবি: picture alliance/ZUMAPRESS.com

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বলেই দেশটি সফর করছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব-কমিটির প্রতিনিধিদল৷ অথচ গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন উল্টো কথা যে, প্রতিনিধি দল নাকি তাঁকে জানিয়েছে মানবাধিকার নিয়ে তাদের উদ্বেগ নেই৷

দ্য ডেইলি স্টার পত্রিকা প্রতিমন্ত্রীর বক্তব্য প্রকাশের পর তাই প্রতিনিধি দল জানিয়েছে প্রতিবাদ৷ প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টিয়ান ডান প্রেডা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে, মন্ত্রী ভুল বলেছেন৷ টুইটারে এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷

প্রসঙ্গত, বাংলাদেশ সফর নিয়ে এই একটি তথ্য ছাড়া তেমন কোনো তথ্য প্রকাশ করেনি ইউরোপীয় প্রতিনিধি দল৷ তবে ক্রিস্টিয়ান ডান প্রেডা তাঁর টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ সফরের কিছু ছবি প্রকাশ করেছেন৷ রোমানীয় ভাষায় দেয়া তাঁর একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা (নীচের প্রথম টুইট)৷ এছাড়া আরো কিছু ছবি তিনি শেয়ার করেছেন ফেসবুকে, যার লিংক রয়েছে টুইটারে৷

এদিকে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্দেশ্যে টুইটারে লিখতে দেখা গেছে অনেককে৷ এ সব টুইটে ব্যবহার করা হয়েছে ইংরেজিতে #ফেয়ারইলেকশন এবং #এক্সট্রাজুডিশিয়ালকিলিং হ্যাশট্যাগ৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে অবশ্য এসব টুইটের কোনো উত্তর দেয়া হয়নি৷ তবে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বলছে, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তিতে ফিরতে রাজনৈতিক সমাধানে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য