1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যাটোর বিমান আক্রমণের পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি

৪ সেপ্টেম্বর ২০০৯

ন্যাটো মহাসচিব আন্দার্স ফগ রাসমুসেন শুক্রবার আফগানিস্তানে ন্যাটোর বিমান আক্রমণের পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন৷ ঐ আক্রমণে আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুস প্রদেশে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে৷

https://p.dw.com/p/JSTB
ন্যাটো বিমান হামলায় নিহতদের সমাহিত করা হচ্ছেছবি: AP

রাসমুসেন ব্রাসেলস এ সাংবাদিকদের বলেন, আফগান জনগণের জানা উচিৎ যে, তাঁদের রক্ষার ব্যাপারে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ৷ আমরা অবিলম্বে ঘটনার পূর্ণ তদন্ত চালাবো৷ ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী বলেন, নিশ্চিৎভাবেই বেশ কয়েকজন তালেবান নিহত হয়েছে৷ তবে কিছু বেসামরিক নাগরিকের নিহত হওয়ারও সম্ভাবনা রয়েছে৷ অবশ্য অনেক বেসামরিক নাগরিক আহত হয়েছে৷ আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে৷

ন্যাটোর বিমান হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুস প্রদেশে দুটি জ্বালানি ট্যাংকার ধ্বংস হয়ে যায়৷ ট্যাংকার দুটি চুরি করেছিল তালেবান গোষ্ঠীর সদস্যরা৷ বিমান আক্রমণে ৫০ থেকে ৯০ জনের মত মানুষ নিহত হয়েছে৷ এদের বেশির ভাগই উগ্রপন্থী তালেবান গোষ্ঠীর সদস্য৷

Afghanistan Verletzete in Kundus nach NATO Luftangriff
ন্যাটো বিমান হামলায় আহতদের হাসপাতালে নেয়া হচ্ছেছবি: AP

আফগানিস্তানে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী আইসাফ এবং জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ট্যাংকার দুটি চুরির পর বিমান আক্রমণের আদেশ দেন কুন্দুসে কর্তব্যরত এক জার্মান কম্যান্ডিং অফিসার৷ জার্মান মুখপাত্র বলেন, তিনি আক্রমণের আদেশ দেন ন্যাটোর নিয়মকানুন অনুসারেই৷

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আক্রমণের জন্য উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি আবারো বলেন, তালেবানের বিরুদ্ধে লড়াই এ বেসামরিক নাগরিকদের রক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিতে হবে৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, আফগানিস্তানে ব্রিটিশ সৈন্য মোতায়নের পক্ষে জন সমর্থন হ্রাস এবং সেখানে সেনা মৃতের সংখ্যা বাড়া সত্বেও ব্রিটেন ঐ দেশটিতে সৈন্য মোতায়েন অব্যাহত রাখবে৷

জার্মানির বাম দলের চেয়ারম্যান অস্কার লাফনটেইন আফগানিস্তানে সর্বশেষ আক্রমণের পরিপ্রক্ষিতে আবারো সেখান থেকে জার্মান সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷ কানাডা এবং ডেনমার্ক ইতিমধ্যেই তাদের সৈন্য প্রতাহারের তারিখ নির্ধারণ করেছে৷ জার্মানি দেশ দুটিকে উদাহরণ হিসেবে নিতে পারে বলে মত প্রকাশ করেন বাম নেতা৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক