‘নাশকতায় হেডমাস্টার তো আওয়ামী লীগই' | পাঠক ভাবনা | DW | 25.03.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নাশকতায় হেডমাস্টার তো আওয়ামী লীগই'

ফেসবুকে পাঠকবন্ধুদের কাছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের এক মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিলো৷ তার পক্ষে-বিপক্ষে নানা মত উঠে এসেছে৷

‘‘পুলিশ কার নির্দেশে চলে? নাশকতায় হেডমাস্টার তো আওয়ামী লীগই৷ বিএনপি ও ২০ দলকে নির্বাচনের বাইরে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ ব্যাপক ধরপাকড় করছে!''

উপরের মন্তব্যটি ডয়চে ভেলের ফেসবুক বন্ধু এয়ার মুহাম্মদের৷ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘‘আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক৷ বিএনপিকে নাশকতা বন্ধ করতে হবে৷ নাশকতা করলে পুলিশ ধরবে, মামলা হবে এটাইতো স্বাভাবিক৷'' ফেসবুকে পাঠকবন্ধুদের কাছে এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিলো৷

এর উত্তরে লবঙ্গ থেরাপি নামের একজন লিখেছেন, ‘‘মাহবুব উল আলম হানিফ সঠিক কথাই বলেছেন, এতে প্রতিক্রিয়ার তো কিছু দেখছি না৷''

আহমেদ সেজাদের পাল্টা প্রশ্ন লবঙ্গ থেরাপির কাছে, ‘‘মাহবুব উল আলম হানিফ কী ভাবে সঠিক কথা বললেন, আমাকে একটু বুঝিয়ে বলেন৷''

মাসুদ শরীফের মন্তব্য, ‘‘বিএনপি বলেছে তারা নির্বাচনে অবশ্যই আসবে যদি নিরপেক্ষ ভাবে হয় এবং কোনো সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়কের অধীনে, এমনকি হাসিনাকে প্রধান রেখে জাতিসংঘের অধীনে যেতেও রাজি হয়েছে৷ ওদের কোন দাবিই অযৌক্তিক নয়, সংলাপ চেয়েছে, তাতেও রাজি না সরকার৷ আবার বিনা ভোটে ১৫৪ জন জনপ্রতিনিধি সেজেছে৷ তাহলে নির্বাচন হলো কোথায়? জনগণ খুব ভালোই বুঝেছে কোনটা যৌক্তিক৷ আশা করি সেকথা কাউকে বুঝিয়ে দিতে হবে না''

ফেসবুক পাঠক অমি মুসাফির জানিয়েছেন ফেসবুকে, ‘‘যারা নাশকতার উপর জিকির করে তারাই নাশকতা করে৷ বিএনপিকে সিটি নির্বাচনে সুযোগ দিলে আর কারো ভোট পাওয়ার সম্ভাবনাই নাই৷''

নাসির উদ্দিন সাধারণ জনগণের কথাই বলেছেন৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘সবাই চাই দুইদল মিলেমিশে দেশের উন্নয়ন করুক৷''

শাওন কাউসারের ভাষায়, কেন বিএনপি এই কাজটা করে সেটাও দেখতে হবে৷

এসএম সাজু একমত প্রকাশ করেছেন৷

সাদিকুন শাকিলের মতে, বিএনপির আর নির্বাচনে আসা উচিত না৷

রাজু আহমেদের মতে, বাংলাদেশে গণতন্ত্র নাই৷

আবু হুমায়রা বলছেন, ‘‘সরকারের বিরুদ্ধে মতামত দেওয়া যাবেনা৷''

এ ব্যাপারে পাঠক সোহেল তানভিরও তাঁর সাথে একমত পোষণ করেন৷

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ যে বলেছেন ‘‘আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক৷ বিএনপিকে নাশকতা বন্ধ করতে হবে৷ নাশকতা করলে পুলিশ ধরবে, মামলা হবে এটাইতো স্বাভাবিক৷'' মো.জিয়া এবং নিশিতা জুলি এই মন্তব্যের সাথে একমত নন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন