নববর্ষের শুভেচ্ছা, ডিডাব্লিউ-র বন্ধুদের জন্য | পাঠক ভাবনা | DW | 01.01.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নববর্ষের শুভেচ্ছা, ডিডাব্লিউ-র বন্ধুদের জন্য

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা...এভাবেই যেন এসেছে নতুন বছর, নতুন স্বপ্ন৷ স্বাগত ২০১৫ আর শুভেচ্ছা ডয়চে ভেলের সকল পাঠক-দর্শক-বন্ধুদের, যাঁরা আবারো আমাদের জন্য ঢেলে দিয়েছেন প্রাণভরা ভালোবাসা৷

ইংরেজি নববর্ষ ২০১৫ উপলক্ষ্যে ডয়চে ভেলে বাংলা বিভাগের সমস্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাবেয়া বেগম, লালমনিরহাট, বাংলাদেশ থেকে৷ তিনি লিখেছেন, ‘‘আপনাদের সকলের সুস্বাস্হ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি৷''

প্রফেসর আশরাফুল ইসলাম, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, চুয়াডাংগা, বাংলাদেশ থেকে লিখছেন, ‘‘প্রিয় ডিডাব্লিউ বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ওয়েবসাইট পরিদর্শকবৃন্দ – সবাইকে ইংরাজি নববর্ষ ২০১৫-এর শুভেছা৷''

সোহাগ বেপারী, কুমিল্লা, বাংলাদেশ থেকে লিখছেন, ‘‘ডয়চে ভেলের সকল কৃর্তপক্ষ ও সকল শ্রোতাদের আমার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা৷''

তিনি আরো লিখেছেন, ‘‘নতুন আশা নতুন প্রাণ/নতুন সুরে নতুন গান/নতুন উষা নতুন আলো/ নতুন বছর কাটুক ভালো…৷ আসুন, অতীতের সকল হিংসা-বিদ্বেষ ভুলে, একে অপরের বন্ধু হয়ে মিলে-মিশে থাকি৷ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি৷ সুন্দর শিক্ষিত একটি জাতি গঠন করি এবং বিশ্বকে একটি শ্রেষ্ঠ জাতি উপহার দেই৷ এই হোক আগামী দিনের অঙ্গীকার৷''

পরিশেষে তিনি অনুরোধ করেছেন তাঁর শ্রোতাসংঘের জন্য কিছু উপহার সামগ্রী আর ২০১৫ সালের ক্যালেন্ডার ইত্যাদি পাঠানোর জন্য৷ এ বিষয়ে আরো একটি ই-মেল আমরা ক'দিন আগে পেয়েছিলাম, যেটা লিখেছিলেন বগুড়া, বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক৷

তিনি লিখেছিলেন, ‘‘আমি এবং আমার ক্লাবের সবাই নিয়মিত ডয়চে ভেলের অনুষ্ঠান শুনি৷ তাই আমাকে পেন, স্টিকার, ক্যালেন্ডার, রাইটিং প্যাড, জার্মানির জাতীয় পতাকা, ম্যাগাজিন, টি-শার্ট, ফ্রিকোয়েন্সি-গাইড, রেডিও, মোবাইল, ব্যাজ ইত্যাদি উপহার পাঠান৷''

- বন্ধু রাজ্জাক, আপনার ই-মেল পড়েই বুঝতে পারছি যে আপনি আমাদের সঙ্গে একেবারেই নেই৷ কারণ বহুদিন আগেই আমাদের রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে৷ ইতিমধ্যে আমরা রেডিও থেকে টেলিভিশন এবং ওয়েবসাইটে সরে এসেছি৷ আর বন্ধু সোহাগ, টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ'-এর ওপর সাপ্তাহিক কুইজের পুরস্কার ছাড়া আর কোনো পুরস্কার এখন আর ডয়চে ভেলে থেকে দেওয়া হয় না৷

স্বারক ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, বগুড়া, বাংলাদেশ থেকে মো. আব্দুর রাজ্জাক হোসেইনও পাঠিয়েছেন তাঁর শুভেচ্ছা৷ লিখেছেন, ‘‘নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি৷ বিশ্বের সমস্ত মানুষ যেন শুধু সুখ এবং শান্তির মাঝে বসবাস করে৷ যেন না থাকে হিংসা, মারামারি, যুদ্ধ৷ থাকে যেন শুধু ভালোবাসা, সবাই যেন মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে পারে৷''

ই-মেলের মাধ্যমে আমাদের এ রকম শুভেচ্ছা পাঠিয়েছেন আনভার ইকবাল মুক্তা, প্রদীপ বসাক, দেওয়ান রফিকুল ইসলাম এবং আরো অনেকে৷ এছাড়া ডিডাব্লিউ-র ফেসবুক পাতায় ‘আপনাদের নতুন বছরের প্রত্যাশা কী?' – বন্ধুদের কাছে এ কথা জানতে চেয়েছিলাম আমরা৷ বহু নতুন-পুরোনো বন্ধু আমাদের তাঁদের মনে কথা লিখে পাঠিয়েছেন৷ তারই কয়েকটি এখানে তুলে দেওয়া হলো:

তানহা ইসলাম: ‘‘আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন৷''

সুরাজ চাকমা: ‘‘যেন আরো একটি হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত সুস্থভাবে থাকতে পারি৷''

মেহেদি হাসান: ‘‘সাফল্য''

মো. আব্দুল কালাম আজাদ: ‘‘বিশ্ব শান্তি''

প্রবীর মন্ডল: ‘‘সব বাধা ঠেলে, সবার জীবন আনন্দে ভরে উঠুক৷''

রেহান আব্দুল্লাহ: ‘‘পুরোনো সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই৷''

মো. এমদাদুল হক: ‘‘শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক শান্তি কামনা করছি৷''

শেখ আব্দুল হান্নান: ‘‘সন্ত্রাসমুক্ত বিশ্ব...আর বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন৷''

- এত সুন্দর, সুন্দর শুভেচ্ছা-বার্তা এবং মতামতের জন্য বন্ধুদের আবারো ধন্যবাদ৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন