1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২১ ফেব্রুয়ারি ২০১৫

এই নিয়ে একটানা ১৫ বছর ধরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ এ বছর জাতিসংঘের থিম: ভাষার সঙ্গে ও মাধ্যমে ‘ইনক্লুসিভ’ শিক্ষা৷ ভাষা দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরও বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

https://p.dw.com/p/1Eece
Bangladesch Dhaka Tag der Muttersprache
ছবি: picture-alliance/AP

জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংগঠন ইউনেস্কো ১৯৯৯ সালের নভেম্বর মাসে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেয়৷ ২০০৭ সালের ১৬ই মে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলির উদ্দেশ্যে সব ভাষার সংরক্ষণ ও সুরক্ষার আহ্বান জানায়৷ চলতি বছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘ভাষার সঙ্গে ও মাধ্যমে ইনক্লুসিভ, অর্থাৎ সামুদায়িক শিক্ষা' – এই ভাবনাকে৷

ঢাকায় যথাযথ মর্যাদার সঙ্গে প্রতি বছর এই দিনটি পালিত হয়৷ এ বছর ভাষা শহিদদের স্মরণে ‘অমর একুশের' অনুষ্ঠানে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সন্ধ্যায়ই তিনি কলকাতায় ফিরে শহরের কেন্দ্রস্থলে একটি ভাষা শহিদ স্মারক উদ্বোধন করবেন৷ উল্লেখ্য, বর্তমানে কলকাতায় আরও দুটি ভাষা স্মারক রয়েছে৷

Mamta Bannerjee
কলকাতাতেও একটি শহিদ স্মারক স্থাপন করছেন মমতা...ছবি: DW

ভারতের কেন্দ্রীয় মধ্যশিক্ষা বোর্ড বা সিবিএসই তাদের অনুমোদিত সব স্কুলে এ দিন ‘মাতৃভাষা দিবস' উদযাপনের পরিকল্পনা নিয়েছে৷ ‘টাইমস অফ ইন্ডিয়া'-য় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বিশেষ করে ইংরাজি মাধ্যম স্কুলেও ছাত্রছাত্রীরা তাদের মাতৃভাষা ও অন্যান্য ভারতীয় ভাষার ব্যবহারে আরও উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে সিলেবাস শেষ করে পরীক্ষার ঠিক আগে এমন উদ্যোগ নিয়ে সংশয় পরীক্ষা করেছে বেশ কিছু স্কুল৷

বিভিন্ন দেশে নানাভাবে উদযাপিত হচ্ছে দিনটি৷ যেমন ক্যানাডার টোরন্টো শহরে দুই বাংলার অনেক মানুষ বসবাস করেন৷ শহরের ‘বিচ মেট্রো কমিউনিটি'-র ওয়েবসাইটে ক্রিসেন্ট টাউন এলাকার আজিম দেওয়ানের একটি উদ্যোগ তুলে ধরা হয়েছে৷ তিনি টেলর ক্রিক পার্ক-এ একটি ভাষা শহিদ স্মারক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন৷ আগামী বছরই এটি প্রস্তুত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান