1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুয়োরানি বন ৩ দিনের জন্য সুয়োরানির সাজে

৩ অক্টোবর ২০১১

তিন দিনের জন্য বন শহর মেতে উঠেছে বিশাল উৎসবে৷ চলছে জোড়া উৎসব – জার্মানির পুনরেকত্রীকরণ ও রাজ্যের ৬৫ বছর পূর্তি৷

https://p.dw.com/p/12ks7
তিন দিনের জন্য উৎসবে মেতে উঠেছে গোটা শহরছবি: dapd

ছিল বেড়াল, হয়ে গেল রুমাল৷ ছিল রাজধানী শহর, রাতারাতি হয়ে গেল আর পাঁচটা শহরের মতো৷ ১৯৯০ সালের ৩রা অক্টোবর, অর্থাৎ ঠিক ২১ বছর আগে দুই জার্মানির পুনরেকত্রীকরণের এক বছরের মধ্যেই রাজধানী বার্লিনে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ স্পটলাইট গিয়ে পড়ে বার্লিনের উপর৷ প্রায় পাঁচ দশক ধরে কেন্দ্রবিন্দুতে থাকার পর এমন পরিবর্তন হজম করা মোটেই সহজ হয় নি৷

আজ প্রায় ২০ বছর পর আবার যেন সবকিছু আগের মতো হয়ে গেছে৷ সংসদ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ফিরে এসেছে বন শহরে৷ তবে মাত্র দিন তিনেকের জন্য৷ পাকা বাড়ি নয়, তাঁবুর মধ্যে৷ ১লা থেকে ৩রা অক্টোবর – এই তিন দিনে বন আবার আগের সাজে ফিরে গেছে৷ উপলক্ষ্যও কম নয়৷ ৩রা অক্টোবর জার্মানির জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে এবার বন শহরে উদ্‌যাপিত হচ্ছে৷ এসেছেন চ্যান্সেলার, প্রেসিডেন্ট সহ অনেক হোমরা-চোমরা ব্যক্তিরা৷ পুরানো সংসদ ভবন আবার যেন অতীতের দিনগুলিতে ফিরে গেছে৷ তার উপর রাজ্য হিসেবে নর্থরাইন ওয়েস্টফেলিয়া ৬৫ বছর পূর্ণ করেছে৷

Einheitsfest 2011 Bonn ganz im Zeichen der Kinder FLASH Galerie
ছবি: DW/Miriam Klaussner

শনি-রবির সঙ্গে সোমবারও ছুটির দিন৷ ফলে তিন দিনের জন্য উৎসবে মেতে উঠেছে গোটা শহর৷ কেন্দ্রস্থলে প্রায় সব রাস্তাই বন্ধ৷ রাজপথের উপর তাঁবুর সারি৷ জার্মানির ১৬টি রাজ্যের প্যাভিলিয়ন তো রয়েছেই, সঙ্গে রয়েছে বন শহরে সক্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানেরও স্টল৷ মানুষের ঢল নেমেছে সেই পথে৷ ভিআইপি অতিথিদের সামলাতে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কড়া নজর সত্ত্বেও মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দে কোনো ভাটা পড়ে নি৷ সপরিবারে বেরিয়ে পড়েছে অনেকে৷ রয়েছে খানাপিনার এলাহি ব্যবস্থা৷ চারিদিকে গান-বাজনার সুর৷ প্রকৃতিও যেন এই উৎসবের শরিক৷ অক্টোবর মাসের শুরুতে এমন ঝলমলে রোদ ও উষ্ণতা জার্মানিতে কবে শেষ দেখা গেছে, কেউ তা মনে করতে পারছে না৷

আমাদের এই ডয়চে ভেলেও বাদ যায় নি৷ তরা অক্টোবর সারাদিন সাধারণ মানুষের জন্য সম্প্রচার ভবনের দ্বার খুলে দেওয়া হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য