1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের নতুন রণকৌশল

১৫ সেপ্টেম্বর ২০১৪

যাকে বলে ‘ভুয়ো ন’নম্বর’, সেটাই হবে ব্রাজিলের স্থায়ী কৌশল, অন্তত এ বছরটা৷ দুঙ্গা যে অপরাপর প্রণালীর কথা ভাবছেন না, এমন নয়৷ তবে আপাতত ‘ফল্স নাইন’ পদ্ধতিতে অভ্যস্ত হয়ে যাওয়াই ভালো, প্লেয়ারদের বলেছেন দুঙ্গা৷

https://p.dw.com/p/1DBn2
Neuer Nationaltrainer Brasilien Carlos Dunga
দুঙ্গাছবি: picture-alliance/dpa

বিশ্বকাপে ব্রাজিলের বিপর্যয়ের পর দুঙ্গা ফিরেছেন কোচ হয়ে৷ গত সপ্তাহের আগের সপ্তাহে কলম্বিয়ার বিরুদ্ধে ১-০, এবং তার ঠিক চারদিন পরে ইকুয়েডরের বিরুদ্ধে সেই ফলাফলের পুনরাবৃত্তি, এই হলো নয়া সফরে এ যাবৎ দুঙ্গার অর্জন৷

গত মঙ্গলবার ইকুয়েডরের বিরুদ্ধে দুঙ্গা নেইমার ও দিয়েগো তারদেল্লিকে মিলিয়ে এক ধরনের ঝুলন্ত অ্যাটাকের ব্যবস্থা করেন এবং তার ফলাফল দেখে দুঙ্গা নিজে অন্তত খুশি বৈ অখুশি নন৷ মার্কিন মুলুকের নিউ জার্সিতে খেলা শেষ হবার পর দুঙ্গা রিপোর্টারদের বলেন: ‘‘ব্রাজিল এই প্রথম ফরোয়ার্ডে অ্যাটাকের কোনো নির্দিষ্ট বিন্দু ছাড়াই খেলেছে এবং সেটা খুব সহজ কাজ নয়৷....প্লেয়ারদের গতিবিধির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, খেলা যখন এগোচ্ছে তখন সামনে কাউকে থাকতে হবে৷ আমরা আরো কিছু গতিসম্পন্ন, ক্ষিপ্র প্লেয়ার আনার চেষ্টা করছি, কিন্তু বল যখন আমাদের কাছে, তখন তাদের কোনো নির্দিষ্ট পজিশন থাকবে না৷''

মনে রাখতে হবে, বিশ্বকাপে ব্রাজিল ফ্রেড-কে বাঁধা ন'নম্বর হিসেবে মাঠে নামিয়েছিল৷ তাঁর পিছনে থাকার কথা ছিল জো-র৷ কিন্তু দু'জনের কেউই বিশেষ চমক দিতে পারেননি এবং দু'জনকেই মন্থর বলে মনে হয়েছে৷ অপরদিকে দুঙ্গা যে ব্যর্থ বিশ্বকাপ দলের সকলকে ঝেঁটিয়ে বাদ দিয়েছেন, এমনও নয়৷ বলতে কি, তাঁর নির্বাচনে সেই সাবেক দলের দশজন প্লেয়ারকে পাওয়া যাবে৷ অর্থাৎ দুঙ্গা যেটা বদলাচ্ছেন, সেটা হলো ‘ট্যাকটিক'৷

হয়ত শুধু ট্যাকটিকই নয় বরং তার সঙ্গে ব্রাজিলের প্রথাগত ফুটবল দর্শন, ফুটবল ‘ফিলোজফি'-ও বদলাতে চান দুঙ্গা৷ ব্রাজিলের কোচ হিসেবে তাঁর নতুন কর্মকালের প্রথম দু'টো খেলার পর তিনি বলেছেন: ‘‘যে দল জিততে চায়, তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা চাই৷ (সারা মাঠ জুড়ে) দৌড়নোর মতো বিনয় থাকা চাই, আবার সুযোগ পেলে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারা চাই৷'' যে দৃষ্টিকোণ থেকে দুঙ্গা নতুন-পুরনো প্লেয়ারদের উপর নজর রাখবেন৷ আগামী মাসেই আবার আর্জেন্টিনা ও জাপানের বিরুদ্ধে দু'টি ফ্রেন্ডলি কিনা৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য