ডয়চে ভেলের সাথে আছি, থাকবো | পাঠক ভাবনা | DW | 24.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের সাথে আছি, থাকবো

প্রিয় ডয়চে ভেলে, আশা করি আপনারা ভালই আছেন৷ ছোট করে আমার পরিচয় দিচ্ছি... এভাবেই তাঁর ই-মেলটি শুরু করেছেন বহু পুরনো বন্ধু মান্টু৷ আমি ৮৭ সালে প্রথম আপনাদের অনুষ্ঠান শুনি তখন ক্লাস নাইনের ছাত্র৷

...তখন থেকেই চিঠি লিখা শুরু করি৷ পরে রেডিও ডিডাব্লিউ লিসেনার্স ক্লাব গঠন করি, যা পরে রেজিস্ট্রি হয় খুব সম্ভবত বি ২০৫ নম্বর ছিল৷ ঢাকায় শ্রোতা সম্মেলনে অংশ নেই (ছবি সংযুক্ত) যেখানে ই পেটারসেন এসেছিলেন৷ এর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি এবং পাশ করার পরও আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা ছিলাম৷ অনুষ্ঠান খুবই উপভোগ করতাম বলে সময় পেলেই রেডিওর নব ঘুরাতাম৷ আপনাদের পাঠানো ডিজিটাল রেডিওটি এখনও যত্ন করে রেখেছি৷ এর পর পারিবারিক জীবন, চাকুরি ব্যস্ততা ও আপনাদের চড়াই-উতরাই পেরিয়ে এখন ফেসবুক সোশাল পেজে নিয়মিত আছি ও থাকবো৷ আমার সংগ্রহে থাকা দুটি ছবি পাঠালাম আশা করি ভালো লাগবে৷

ধন্যবাদান্তে মো. জাহাঙ্গীর আলম মান্টু, কাপ্তাই, রাঙ্গামাটি, বাংলাদেশ৷

ভাই জাহাঙ্গীর আলম মান্টু ,এতো বছর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে৷ অনেক বছর আগে চিঠিপত্র বিভাগের প্রধান ই.পেটারসেন সাহেবের সাথে ঢাকায় তোলা আপনাদের ছবিটি দেখে ভালো লাগলো৷

নিয়মিত লেখক এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে নিম্ন আয়ের মানুষ কে জানেন? এদের পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক নেই বললেই চলে৷ তাও আবার প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করতে হয়৷ মাসে তাঁদের গড় বেতন ৫১০ টাকা, কাজ করতে হয় কমপক্ষে দশ ঘণ্টা৷ আর ঘুমাতে হয় রান্না ঘরের মেঝেতে৷ এমন সব নিম্ন শ্রেণির মানুষের কথা উঠে এসেছে ডয়চে ভেলের ওয়েবসাইটের পাতায়৷ যা আমাদের মত সচেতন মানুষের দৃষ্টি আর্কষণ করেছে৷ ডয়চে ভেলে সবসময় নির্যাতিত অবহেলিত, বৈষম্যপূর্ণ মানুষের কথা বলে৷ এ সব কারণেই ডয়চে ভেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডিয়া৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন, বন্ধু রাজীব৷

তিনি লিখেছেন ‘‘প্রিয় ডয়চে ভেলে পরিবার, আমার ভালোবাসাময় শুভেচ্ছা নিবেন৷ রমজানের ছুটির অবসরে নিয়মিত চোখ থাকছে ডয়চে ভেলের বাংলা ওয়েবে৷ গাজার বর্তমান অবস্থা নিয়ে তথ্য চিত্র প্রতিবেদন বেশ আপডেট হচ্ছে৷ দিন যাচ্ছে আর নিহতের সংখ্যা বৃদ্ধিই পাচ্ছে! এর শেষ কোথায়? সত্যিই মানবিক দিক দিয়ে আমরা ব্যথিত৷

ডয়চে ভেলের ওয়েবসাইটের সমাজ সংস্কৃতি পাতায় ‘মানুষ কেটে খাওয়ায় তার কাজ' প্রতিবেদনটি পড়ে আশ্চর্য হলাম ! লজ্জাকর হলেও সত্য যে বাংলাদেশে সরকারী চাকুরিজীবীদের ভুয়া মুক্তিযুদ্ধ সনদপত্র ধরা পড়েছে৷ ভারতের বিচার বিভাগে দুর্নীতির অবস্থা জেনে খারাপই লাগলো৷ সব মিলিয়ে বলা যায় বাংলা ওয়েব সারা বিশ্বের দিকেই বেশ ভালোই নজর রাখছে৷

১২ ও ১৩ জুলাই তারিখের টপ গেম কুইজের ফলাফল যদি প্রকাশ হয়েই থাকে, তবে আমাকে ফলাফলের ওয়েব লিংকটা জানাবেন৷ হয়তো বা খেলা দেখার পাশাপাশি পরীক্ষার পড়াশুনার চাপে সঠিক সময়ে ফলাফলটা দেখতে পারি নাই! তবে আমি আপনাদের কেমন পাঠক সেটা আপনারই মূল্যায়ন করবেন৷ সময়ের সাথে আগামীর পথে দর্শক পাঠকদের মন জয় করে এগিয়ে যাক ডয়চে ভেলে বাংলা এই শুভকামনায় '' রাজীব কুমার মণ্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

-লেখার জন্য সবাইকে ধন্যবাদ৷ পাঠক রাজীবের অনুরোধে জানাচ্ছি, গত ১২ ও ১৩ই জুনের টপ গেম কুইজের বিজয়ী বন্ধুরা হলেন, সুজানগর, পাবনার রীনা পারভীন আর দ্বিতীয়জন হলেন, প্রীতম মাহমুদ যিনি এখনো পোস্টাল ঠিকানা পাঠান নি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন