‘ডয়চে ভেলে সময়ের সাথে তাল মিলিয়ে চলে' | পাঠক ভাবনা | DW | 26.02.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে সময়ের সাথে তাল মিলিয়ে চলে'

‘‘সময়ের সাথে তাল দিয়ে চলতে পারে একমাত্র ডয়চে ভেলে৷ বিশ্বের যে কোনো প্রান্তে যা-ই ঘটুক না কেন, মুহূর্তের মধ্যে আমরা সে সম্পর্কে জানতে পারি একমাত্র ডয়চে ভেলে থেকে৷''

উক্ত মন্তব্যটি বন্ধু ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়ার বন্ধু এমএ বারিকের৷ অবশ্য তিনি এ কথাও জানিয়েছেন, ‘‘কিছুদিন হলো একটি বিষয় লক্ষ্য করছি৷ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে প্রতিদিন আপডেট খবর পাচ্ছি না৷ ডয়চে ভেলে কর্তৃপক্ষ বিষয়টা ভেবে দেখবেন৷ তবে ‘দারিদ্র্যই সবচেয়ে মারাত্মক' – এ নিয়ে গ্রেহেম লুকাসের সংবাদভাষ্য পড়ে আমার ভালো লেগেছে৷ ধন্যবাদ ডয়চে ভেলে, ধন্যবাদ গ্রেহেম লুকাস৷''

মোস্তাক আহাম্মেদ ঢাকা থেকে লিখেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর উচিত জনগণের দিকে তাকিয়ে বিএনপি ও অন্যান্য দলের সাথে সংলাপে বসা৷ সারা পৃথিবীতে বঙ্গবন্ধু শেখ মুজিব যে সম্মানটুকু রেখে গেছেন, তা ধুলিসাৎ করে দেবেন না৷ সরকারি দলের যে মন্ত্রী আছেন তাঁরা হাসিনাকে যে বুদ্ধি দেবে, তা হলো তাঁদের স্বার্থের জন্য৷ তাঁদের জন্য বঙ্গবন্ধুর সম্মান হারাবেন না৷''

পরের ই-মেলটি পাঠিয়েছেন নতুন দিল্লি থেকে পাঠক সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন, ‘‘ওয়েবসাইটে ভারত, বাংলাদেশ ও ইউরোপের ওপর নানা স্বাদের পরিবেশনা, তথ্যসহ ছবিঘর এবং অন্বেষণ থেকে অনেক কিছু জানতে পারছি, যা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে দিনের পর দিন যথেষ্ট সমৃদ্ধ করে চলেছে৷ মনের ভাবনার জানালা আপনাদের কাছে মেলে না ধরলেও কিন্তু আপনাদের সাথে আমি সব সময়ই আছি আর থাকবো৷''

‘‘শুভেচ্ছা নেবেন৷ আমি ডয়চে ভেলের পুরনো শ্রোতা এবং পাঠক৷ বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে আর ই-মেল পাঠাতে না পারলেও, ফেসবুকে লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকার চেষ্টা করি৷ কয়েকদিন আগে ফাইনাল পরীক্ষা শেষ হলো, তাই এখন অনেকটা ফাঁকা৷ আশা করি এখন থেকে নিয়মিত ই-মেল পাঠাবো৷ আজ ওয়েবসাইটে ঢুকে ইউরোপের মাঠ কাপানো ফুটবল তারকাদের বান্ধবীদের ছবি দেখলাম৷ এর মধ্যে রোনাল্ডো, মেসি, নেইমারদের যৌন আবেদনময়ী বান্ধবীদের ছবি ও তাঁদের সম্পর্কে ইতিবৃত্ত জানলাম, যা আমার ভীষণ ভালো লেগেছে৷ কারণ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই৷ ‘প্রাণিদের বেশি দিন বাঁচার রহস্য' শিরনামে প্রতিবেদনটি অসাধারণ লেগেছে৷ সবচেয়ে অবাক হলাম জেনে যে দাঁড়কাক ৯০ বছরের বেশি বেঁচে থাকে৷ আরো অবাক হলাম জেনে যে, দল বেধে হাতিরা কোনো মৃত হাতির স্হান দিয়ে যাওয়ার সময় মানুষের মতো শোক প্রকাশ করে৷ চলমান বিশ্বকাপ ক্রিকেটের খবর ডয়চে ভেলের কাছ থেকে তেমন পাচ্ছি না৷ বিষয়টির দিকে একটু নজর দিলে ভালো হয়৷ ভালো থাকবেন৷'' এভাবেই লিখেছেন আবু সাঈদ, রায়াপুর,অর্জনপাড়া, বাগমারা, রাজশাহী থেকে৷

‘‘আমি আপনাদের ফেসবুক এবং ওয়েবসাইটের শতকরা একশোভাগ ভক্ত পাঠক, যার কারণে আপনাদের সাথে আমি থাকি এবং আশা করি থাকবো৷ আপনাদের বিজ্ঞান এবং জার্মান বিষয়ক প্রতিবেদনগুলো আমার খুবই ভালো লাগে৷ এগুলো আমার খুব উপকারে আসে৷'' রায়াপুর দক্ষিণপাড়া, অর্জুনপাড়া, বাগমারা, রাজশাহী থেকে এই মন্তব্য করেছেন মানিক মাহামুদ৷

- মতামত পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ৷ এভাবেই নিয়মিত আমাদের সাথে থাকবেন৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন