‘ডয়চে ভেলে পাঠকদের কাছে এখনও জনপ্রিয়’ | পাঠক ভাবনা | DW | 02.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে পাঠকদের কাছে এখনও জনপ্রিয়’

ডা. এস এম এ হান্নান, পাবনা থেকে তাঁর ই-মেলে লিখেছেন, ‘‘অন্বেষণ পর্বে ভাল্লুক নিয়ে গবেষণা দেখলাম৷ জানলাম বর্জ রিসাইক্লিং করে অনেক মূল্যবান বস্তু পাওয়া যায়৷ প্রতি পর্বেই ভিন্ন ভিন্ন বিষয় জানতে পারছি৷’’

তিনি আরো লিখেছেন, ‘‘এমন সুন্দর অনুষ্ঠান আছে বলেই ডয়চে ভেলের এখনো শত শত পাঠক-দর্শকের কাছে জনপ্রিয়তা রয়েছে৷ আমি প্রস্তাব রাখছি ড্রোন বিমান, মহাকাশ নিয়ে অনুষ্ঠান করার৷ জানতে চাই অন্বেষণ পুনঃপ্রচার কখন কখন হয়?

পরের ই-মেলটি পাঠক মিন্টুর লেখা৷ তিনি লিখেছেন এভাবে – ‘‘চার খুনে আতঙ্কিত ঢাকাবাসী৷ খুন বা অপমৃত্যু কারও কাম্য নয়৷ আমরা বাংলাদেশিরা শান্তিতে থাকতে চাই৷ এই ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে৷ সরকারকে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে৷ প্রতিবেদনের জন্য ধনবাদ ডয়চে ভেলেকে৷'' এভাবেই মতামত জানিয়েছেন চট্টগ্রাম থেকে ডা. অসিত কুমার দাশ মিন্টু৷

Screenshot Onneshon 73

‘অন্বেষণ’-এর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে...

এবারের ই-মেলটি ভাটরা, সিহালী বগুড়ার পাঠক এম এ বারিকের৷ তাঁর মন্তব্য, ‘‘জার্মানির অর্থব্যবস্থা নিয়ে প্রতিবেদন থেকে অনেক কিছুই জানতে পারলাম৷ এ ধরনের প্রতিবেদনের জন্য অসংখ্য ভক্তের পক্ষ থেকে ডয়চে ভেলেকে জানাই অনেক ধন্যবাদ৷ প্রতিবেদনটিতে বলা হয়েছে ‘ঝুঁকি সত্ত্বেও স্থিতিশীল জার্মানির অর্থনীতি'৷ এছাড়াও দেখলাম ইউরোপের একটা বড় অংশ যখন অর্থনৈতিক দুর্বলতা ও বেকারত্বের সমস্যায় জর্জরিত, কর্মসংস্থানের ক্ষেত্রে জার্মানি স্থিতিশীলতার এক উজ্জ্বল দ্বীপ হিসেবে শোভা পাচ্ছে৷ তবে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি একেবারে ঝুঁকিমুক্ত নয়৷ এম এ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া৷

- মতামত পাঠানোর জন্য ধন্যবাদ সবাইকেই৷ এভাবেই সবসময় সাথে থাকবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন