1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডেটিং কোচের’ সিঙ্গাপুরে প্রবেশ নিষেধ

২৯ নভেম্বর ২০১৪

ইংরেজিতে তাদের বলা হয় ‘পিক-আপ আর্টিস্ট’ বা ‘ডেটিং কোচ’৷ এদের কাজ মেয়েদের পটানো বা সহজ করে বললে যৌনসঙ্গী খুঁজে নেয়ার বিভিন্ন কৌশলগুলো ছেলেদের শেখানো৷ এরকম এক ‘শিল্পীকে’ নিয়ে এখন গোটা বিশ্বেই তোলপাড় চলছে৷

https://p.dw.com/p/1DwOY
Verhütung Geburtenkontrolle Pille Kondom Schwangerschaft Kontrazeption
ছবি: picture alliance / CTK

ব্রিটেনের পর এবার সিঙ্গাপুরও ‘পিক-আপ আর্টিস্ট' জুলিয়া ব্লাংককে সেদেশে প্রবেশ নিষেধ করেছে৷ মেয়ে পটানো বিষয়ক সেমিনার করতে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু অনলাইন প্রতিবাদের মুখে বুধবার সিঙ্গাপুর সরকার সাফ জানিয়ে দিয়েছে, নারীদের প্রতি জবরদস্তি আচরণে উৎসাহ সৃষ্টি করতে পারে এমন কোনো সেমিনার আয়োজন করতে সিঙ্গাপুরে প্রবেশ করেত দেয়া হবে না ব্লাংককে৷

এর আগে গত সপ্তাহে ইংল্যান্ডও এ ধরনের ঘোষণা দিয়েছিল৷ ব্লাংক তাঁর ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে এশিয়ার অন্য যেসব দেশে যেতে চাচ্ছেন, সেসব দেশও তাঁকে ভিসা না দেয়ার আভাস দিয়েছে৷

২৬ বছর বয়সি ব্লাংক ‘রিয়েল সোশ্যাল ডাইনেমিক্স' নামক একটি প্রতিষ্ঠানের ডেটিং কোচ৷ তাঁর দাবি হচ্ছে, তিনি একজন নারীকে কিভাবে আকৃষ্ট করতে হয় তা পুরুষদের শেখান৷ তবে তাঁর প্রশিক্ষণের ধরন নারীদের প্রতি অবমাননাকর বলেই অনেকে বিবেচনা করেন৷

ইউটিউবে প্রচারিত তাঁর বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে, তিনি পুরুষদেরকে নারীদের প্রতি আগ্রাসী মনোভাব প্রদর্শনকে উৎসাহ দিচ্ছেন৷ এমনকি অল্পক্ষণের জন্য মেয়েদের গলা টিপে শ্বাসরোধ করার মতো কৌশল কিংবা তাঁদের মানসিক নির্যাতনের মাধ্যমে সেক্স করতে রাজি করানোর বুদ্ধিও দেন এই ‘পিক-আপ আর্টিস্ট'৷

মেয়ে পটানোর এ সব পদ্ধতি ব্লাংক কোথায় শিখেছেন, তা অবশ্য জানা যায়নি৷ ‘রিয়েল সোশ্যাল ডাইনামিক্স'-এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে তিনি সুইজারল্যান্ডের একটি ‘প্রেস্টিজিয়াস' বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন৷ সুইস অ্যামেরিকান এই নাগরিক বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন৷

প্রসঙ্গত, ব্লাংককে জার্মানিতেও নিষিদ্ধ করার দাবি উঠেছে৷ ‘নো রেপ প্রোমো' শিরোনামে এ সংক্রান্ত এক অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন দেড়লাখের বেশি মানুষ৷ কেউ কেউ অবশ্য তাঁর পক্ষও নিচ্ছেন৷ ব্লাংককে জার্মানিতে প্রবেশে বাধা দিলে তা ‘বাকস্বাধীনতায় হস্তক্ষেপ' হতে পারে মত তাঁদের৷ জার্মান সরকারের তরফ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি৷

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য