1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের খুশির রেশ

৩১ জুলাই ২০১৪

সামাজিক যোগাযোগের মাধ্যমে এখনো ঈদ নিয়ে লেখার ছড়াছড়ি৷ ব্লগওয়াচে থাকছে এক প্রবাসীর একটি ছোট্ট পোস্ট আর দুই ব্লগারের দুটি চমৎকার ছড়া৷

https://p.dw.com/p/1Cmu3
Eid ul-adha Islamisches Opferfest in Bangladesch 2013
ছবি: DW/H.R. Swapan

সামহয়্যারইন ব্লগে নিজেকে ‘প্রবাসী' পরিচয় দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এহশান সরকার৷ ‘সামু' ব্লগারদের ঈদ-শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লিখেছেন,

‘‘এবারের ঈদটা খুব একা একা লাগচ্ছে৷ আর লাগবে নাইবা কেন, মা-বাবার কাছ থেকে হাজারো মাইল দূরে যে বসে আছি৷ এটাই প্রথম না যদিও, ১২টি ঈদ করেছি একা একা এর আগেও৷ কিন্তু আর যেন পারছি না৷ তাদেরকে কখনো এমন করে মিস করিনি আজ যেমনটা করছি৷ আর আমার মা ....... তার ঈদ বলতেই তো শুধু চোখের পানি আমার জন্য৷ আসলে দূরে থাকলেই বোঝা যায় মা বাবাকে কতটা ভালোবাসি৷''

ভালোবাসা অনেক সময়ই দূরে গেলে বেশি অনুভবে আসে৷ সামহয়্যারের আরেক ব্লগার এবং ছড়াকার সুমাইয়া বরকতউল্লাহকে অবশ্য দূর থেকে প্রিয়জনের প্রতি ভালোবাসা উপলব্ধি করতে হয়নি৷ বরাবরের মতো এবারও ছড়াতেই মনের কথা বলেছেন সুমাইয়া৷ এবারের ছড়া ঈদ নিয়ে৷ ছড়ার নাম, ‘‘নতুন টাকার সেলামিটা ছিল পাশাপাশি''

লেখা পড়লেই বোঝা যাবে, এবারের ঈদ-উল-ফিতর কেমন কেটেছে সুমাইয়ার৷ সাধারণ বাঙালি মুসলমান পরিবারের ঈদের চিত্রই ফুটে উঠেছে তাঁর ছড়ায়৷ সুমাইয়ার ছড়াটি এমন:

‘‘হই হই হই ভাইয়া আপু, কেমন আছো বলো

মুখটা খুলে বলোতো ভাই, ঈদটা কেমন হলো৷

হাতে পায়ে সেলাম এবং মুখে ছিলো হাসি

নতুন টাকার সেলামিটা, ছিলো পাশাপাশি৷

ঈদের শেষে অনুষ্ঠানের নানা আয়োজনে

মিলে ছিলাম আমরা সবাই খুশির প্রয়োজনে৷

হাসি-খুশি, দেখা-শোনা, সব হয়েছে শেষ

জেগে আছে মনের মাঝে, ঈদের খুশির রেশ৷

ঈদকে নিয়ে স্ট্যাটাস দিও, লিখে দুতিন লাইন

তা-না হলে বন্ধু প্রতি, একশ টাকা ফাইন!!''

লুৎফুর মুকুলের ছড়ার নাম ‘বুঝি, বুঝি'

কী কী বোঝেন? যা যা বোঝেন তার মধ্যে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত রাজনীতিবিদদের বুঝতে পারা৷ ঈদের পরেই বাংলাদেশের রাজনীতির ময়দান আবার উত্তপ্ত হতে পারে৷ তার আগে লুৎফুর তাঁর ছড়ার শুরুতে লিখেছেন,

‘‘ব্যাকরণ কাল বুঝি,

নদী-নালা খাল বুঝি,

তুলতুলে গাল বুঝি,

নেতাদের চাল বুঝি...''

ঈদের পর সরকারি এবং বিরোধী দলের মধ্যে সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে৷ সংঘাত যে কোনো সুফল বয়ে আনে না, রাজনীতিবিদরা যদি তা বুঝতেন!

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য