1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘জঙ্গিবাদের ফল ভালো হবে না''

২১ মে ২০১৫

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অধ্যাপক জাফর ইকবাল ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র সহ ১০ জনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হলো৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব গুরুত্ব পেয়েছে বিষয়টি৷

https://p.dw.com/p/1FTdt
Bildergalerie Irak Regionalkonflikt irakische Soldaten 24.06.2014
ছবি: Reuters

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, অধ্যাপক জাফর ইকবাল ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩'৷ জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, বিকাশ সাহা, ইকবালুর রহিম, পলান সুতারকেও মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷

সংবাদ মাধ্যমে প্রচারিত প্রাণনাশের সর্বশেষ হুমকির চিঠিতে কাউকে ‘ইসলাম বিরোধী উপদেষ্টা', কাউকে ‘ইসলাম বিরোধী' বা কাউকে ‘হিন্দু মৌলবাদী' হিসেবে উল্লেখ করা হয়েছে৷

ঐ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েনের নামও রয়েছে৷ এতে বিস্মিত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি খবর শেয়ার করে লিখেছেন, ‘‘আমি কীভাবে এই বিশিষ্ট দশের একজন হলাম?'' তাঁর এই স্ট্যাটাসের নীচে মন্তব্য করেছেন অনেকে৷ যেমন মোর্শেদুল কাইয়ুম লিখেছেন, ‘‘চিন্তার বিষয়...৷'' পার্বতি দাশ লিখেছেন, ‘‘প্রশাসনের ভাষ্য কি জানতে ইচ্ছে করছে! আর কতোদিন এভাবে, দেশে সুস্থ বুদ্ধিসম্পন্ন কাউকেই থাকতে দেয়া হবে বলে মনে হয় না৷ দিদি, সাবধানে থাকবেন৷'' রুমি হক মনে করেন, কাবেরি গায়েন লেখালেখি করেন বলেই তাঁকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ হাসান তৌফিক লিখেছেন, ‘‘কিছুটা বোঝা যাচ্ছে ওরা কাদের চিন্তার সামনে অস্তিত্বের সংকটে ভোগে৷'' নুর নবী দুলালের মন্তব্য, ‘‘এতদিন যারা ব্লগার হত্যায় মনে করত ব্লগাররা বাড়াবাড়ি করছে বলেই শান্তির ধর্মের শান্তির কবুতররা অস্থির হয়ে উঠেছে, তাদের জন্য এটি একটি সামান্য শিক্ষামূলক ইভেন্ট৷ কেউ রেহাই পাবেনা এই নিয়ামত থেকে৷ জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার ফল কখনোই ভালো হবে না, হতে পারেনা৷ প্রমাণ হলো এটি আবার৷''

ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুকে ১০ জনকে হত্যা হুমকির খবরটি শেয়ার করা হয়েছিল৷ সেখানেও অনেক পাঠক মন্তব্য করেছেন৷ মোহাম্মদ কাওসার আলম লিখেছেন, ‘‘এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার৷ এরা তো গণহারে সবাইরে নাস্তিক ট্যাগ দিচ্ছে...''৷ আরেক পাঠক মন্তব্য করেছেন, ‘‘আর চুপ করে থাকা যায়না৷'' হাফেজ আব্দুল হক রশিদ অবশ্য মনে করেন, হুমকির বিষয়টি বানোয়াট৷

টুইটারেও আছে এ নিয়ে আলোচনা৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তাঁকে হত্যার হুমকি দেয়ার খবরটি নিশ্চিত করেছেন৷ তিনি মনে করেন, ব্লগার হত্যার বিরুদ্ধে সোচ্চার বলেই আল-কায়েদা তাঁকে হত্যা করতে চাইছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য