‘ঘুরে এলাম জার্মানির পাহাড় থেকে' | পাঠক ভাবনা | DW | 27.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঘুরে এলাম জার্মানির পাহাড় থেকে'

‘‘ছুটি কাটাতে চলে যান জার্মানির পর্বতমালায়' – এই শিরোনামে প্রতিবেদনটি আমার খুবই ভালো লেগেছে৷ ছবিঘরের মাধ্যমে সত্যিই ঘুরে এলাম জার্মানির উচ্চতম পর্বতশৃঙ্গ, আলপস পর্বতমালার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে৷''

এই মন্তব্য ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়ার বন্ধু এম. এ. বারিকের৷ তাঁর ভাষায়, ‘‘জার্মানির সর্ব দক্ষিণে বাভারিয়ার আলপস পর্বতমালায় প্রকৃতিপ্রেমীদের উপভোগ করার জন্য রয়েছে অনেক কিছু৷ আপনাদের প্রতিবেদন পড়ে এ এক অন্যরকম অভিজ্ঞতা হলো৷ তাছাড়া ‘মস্তিষ্কের জন্য ঝুঁকিপূর্ণ যেসব খেলা' নিয়ে প্রতিবেদনটিও চমৎকার হয়েছে৷ প্রতিবেদন থেকে জানলাম খেলা অবশ্যই ভালো, কিন্তু কিছু খেলা আমাদের জীবন কেড়ে নিতে পারে৷ তাই দূরে থাকার পরামর্শ দিয়েছেন এ সব খেলা থেকে৷ সাবেক জার্মান গোলরক্ষক চাইলে একজন রেসলার হতে পারতেন৷ কিন্তু না হওয়ার কারণটা আপনাদের ছবিঘর থেকেই জানলাম৷ এম. এ. বারিক,ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

পরে ই-মেলের প্রেরক সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন,

‘‘পরমাণু আলাপ-আলোচনায় সাফল্যের শেষ চেষ্টা' শীর্ষক প্রতিবেদনে অন্তর্বর্তী সমঝোতার সোমবারের নির্দিষ্ট সময়সীমা পূরণ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য, জার্মানি এবং ইরানের মধ্যে আলোচনা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷ যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ পর্যন্ত অগ্রগতি একটি মিশ্র মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন, তবু এখনো ইরানের পরমাণু চুক্তি অধরাই রয়ে গেল বলে মনে হয়৷ এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সংবাদভাষ্যটিও ছিল বেশ ব্যাখ্যাযোগ্য এবং যথাযথ বর্ণনীয়৷’’ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

- ধন্যবাদ দু’জনকেই৷ অন্য বন্ধুরাও মতামত জানাবেন, কেমন ? সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন