‘গোল্ডেন বুট’ কুইজে বিজয়ী নাম ঘোষণা আগামীকাল | পাঠক ভাবনা | DW | 22.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘গোল্ডেন বুট’ কুইজে বিজয়ী নাম ঘোষণা আগামীকাল

রাজীব লিখেছেন, ‘‘প্রিয় ডয়চে ভেলে, আমার শুভেচ্ছা নিবেন৷ বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা নিয়ে আয়োজিত ছবি প্রতিযোগিতার ফলাফল কবে প্রকাশিত হবে? সাথে বেশ কয়েকটি ‘টপ গেম কুইজ'-এর ফলাফল বাকি রয়েছে!''

তিনি আরো লিখেছেন, ‘‘এবারের ঈদ নিয়ে পাঠক বন্ধুদের জন্য বিশেষ কোনো আয়োজন থাকছে কিনা? যেমন ধরুন ‘ঈদের দিনে বন্ধুরা' শিরোনামে পাঠক বন্ধুদের ছবি অথবা ভিডিও প্রতিযোগিতার আয়োজন করতে পারেন৷ পরিশেষে ডয়চে ভেলে বাংলার পাঠক জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে এই শুভকামনা করছি,'' রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর থেকে৷

– ভাই রাজীব, টপগেম কুইজের ফলাফল নিয়মিতই জানানো হয়েছে৷ আপনি নিয়মিত সাথে থাকলে তা অবশ্যই জানার কথা৷ আর বিশ্বকাপ ফুটবল নিয়ে পুরো একমাসের প্রায় প্রতিদিনই একটি করে কুইজ ছিল৷ পাশাপাশি অন্বেষণ কুইজতো ছিলই৷ আবার কখনো সেরকম কোনো কিছু হলে অবশ্যই পাঠক বন্ধুদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ তাছাড়া আমরা আশা করবো শুধু কুইজে অংশগ্রহণ নয়, পাঠক বন্ধুরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কেও মতামত জানাবেন৷

– বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত নিজে তোলা ছবি পাঠানো নিয়ে যে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিলো সেটার ফলাফল শিগগিরই জানানো হবে৷ শুধু অনুরোধ করবো আপনারা সাথে থাকুন৷ বলাবাহুল্য যে, মাত্র কয়েকজন বন্ধু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷

ভট্টপাড়া, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে ডা. সিদ্ধার্থ সরকার অনেকদিন পর একটি ইমেল পাঠিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘শুধু একটা পুরস্কারের ঘোষণা বাকি আছে এখনো৷ ‘টপ স্কোরার' বা ‘সোনার বুট' কে পাবেন? ফেসবুকে করা এ প্রশ্নের বিজয়ীর নাম এখনো ঘোষণা করা হয়নি৷ জানাবেন – সেই ভাগ্যবান বিজয়ীর নাম৷''

– বন্ধু সিদ্ধার্থ সরকার আপনি ঠিকই বলেছেন৷ ২৭ জুন কোনো দলের খেলা ছিল না এবং সেদিন পাঠকদের আমাদের প্রশ্ন ছিল, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে হবেন বলে আপনি মনে করেন? কিন্তু মজার ব্যাপার হলো, কেউ উত্তর দিয়েছেন লিওনেল মেসি আবার কেউ দিয়েছেন টোমাস ম্যুলার৷ কেউবা লিখেছেন অন্য কারো নাম৷ যে আসলে ২০১৪ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট' পুরস্কার পেয়েছেন, তিনি হলেন হামেস রডরিগেস৷ বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামীকাল

হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান, পশ্চিমবঙ্গ ভারত থেকে পুরনো বন্ধু প্রদীপ বসাক লিখেছেন, ‘‘এই সপ্তাহের ছবিঘরটি অপূর্ব লাগলো, ধন্যবাদ চমৎকার ছবিঘরের জন্য৷''

– ভাই প্রদীপ, আপনি ঠিক কোন ছবিঘরের কথা বলছেন আমরা বুঝতে পারছি না৷ প্রতিদিনইতো বিভিন্ন পাতায় বেশ কয়েকটি ছবিঘর থাকে৷ যতদূর বুঝতে পারছি আপনি নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করেন না৷ আপনার কোনো পরামর্শ থাকলেও জানাবেন, কেমন৷

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন