1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ চারে বায়ার্ন ও আটলেটিকো

৯ এপ্রিল ২০১৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছাতে বুধবার মাঠে নামছে চার দল৷ নিজেদের মাঠে পাওয়া ১-১ গোলের ড্র নিয়ে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়ানৎস আরেনায় দ্বিতীয় লেগ লেখতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড৷

https://p.dw.com/p/1Bdtu
Champions League Finale 2013 Robben Pokal
ছবি: picture alliance/augenklick

ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদের প্রথম লেগের ম্যাচটিও শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়৷ বুধবার তাদের দেখা হচ্ছে আটলেটিকোর মাঠ ভিনসেন্তে কালদেরনে৷

আগের লেগে সমতা থাকায় বুধবার যারাই জিতবে, তারা পৌঁছে যাবে সেমিতে৷ অবশ্য গোলশূন্য ড্র হলেও বায়ার্ন আর আটলেটিকোর শেষ চার আটকাবে না৷

আর না জিতেও সেমিতে যেতে হলে ম্যান ইউ আর বার্সেলোনাকে অন্তত ২-২ গোলে ড্র করতে হবে, কারণ প্রতিপক্ষের মাঠে বেশি গোল দেয়ার হিসাবে এগিয়ে থাকবে তারাই৷

আর প্রথম লেগের মতো দুটি ম্যাচই যদি ১-১ সমতায় শেষ হয়, তাহলে খেলা গড়াবে টাইব্রেকারে৷

গত মৌসুমের ‘ট্রেবল'জয়ী বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে খেলতে হচ্ছে মাঝমাঠের বড় ভরসা শোয়াইনস্টাইগারকে ছাড়াই৷ ওল্ড ট্র্যাফোর্ডে ড্র ম্যাচে লাল কার্ড দেখে এই ম্যাচে নিষিদ্ধ তিনি৷

তারপরও আক্রমণাত্মক খেলে জয় দিয়েই শেষ চারে পৌঁছানোর আশা করছেন দলটির সেন্ট্রাল ডিফেন্ডার দান্তে৷

‘‘আমাদের জয়ের জন্যই খেলতে হবে৷ গোলশূন্য ড্রয়ের আশায় থাকলে আমরা হেরেও যেতে পারি৷''

অবশ্য আলিয়ানৎস আরেনায় সবশেষ চার ম্যাচে কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয় পায়নি জার্মান দলটি৷

২০১২-এর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে বায়ার্নকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি৷ সেই ইতিহাস এবার স্বপ্ন দেখাচ্ছে ইউনাইটেডকে৷ এই ইংলিশ দলের ফরাসি ডিফেন্ডার পাট্রিস এভরা সবাইকে সেই ইতিহাসই মনে করিয়ে দিচ্ছেন৷

আটলেটিকোকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছাতে হলে মুছে ফেলতে হবে চার দশকের ব্যর্থতার ইতিহাস৷ সেই ১৯৭৪ সালের পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শেষ চারে কখনই পৌঁছাতে পারেনি স্প্যানিশ দলটি৷

নিজেদের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চায় আটলেটিকো৷ সমর্থকরাও আশা করছেন, আগের ম্যাচে চোট পাওয়া স্ট্রাইকার ডিয়েগো কস্টা বুধবারই মাঠে ফিরতে পারবেন৷

অন্যদিকে বার্সেলোনা মুখিয়ে আছে টানা সপ্তমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছানোর জন্য৷ ইতিহাসও ঝুঁকে আছে তাদের দিকে৷

সব ধরনের টুর্নামেন্টে বার্সেলোনা ও আটলেটিকো মাদ্রিদের এ পর্যন্ত দেখা হয়েছ ১০৫ বার, যার মধ্যে ৬০ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা৷ আটলেটিকো জিতেছে ১৯টি ম্যাচ, বাকি ২৬টি ড্র হয়েছে৷

জেকে/এসবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য