1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগল-এর ঘোষণা, টুইটারে মিশ্র প্রতিক্রিয়া

২২ ডিসেম্বর ২০১৪

গুগল বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় অ্যান্ড্রয়েড ওয়ান (বানানভেদে এন্ড্রয়েড ওয়ান) স্মার্টফোন ছাড়ার ঘোষণা দিয়েছে৷ বাংলাদেশে বাংলালিংক এবং কয়েকটি কোম্পানি এক্ষেত্রে গুগল-এর সঙ্গে কাজ করছে৷ টুইটারে রয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া৷

https://p.dw.com/p/1E8fG
Bangladesch Frau Handy Smartphone Kommunikation
ছবি: DW/A. Islam

সোমবার সকাল থেকেই টুইটারে যে আলোচনায় বাংলাদেশের নাম ঘুরে ফিরে আসছিল, তা হচ্ছে ‘এন্ড্রয়েডওয়ান’৷ গুগল সোমবার তাদের ব্লগে ঘোষণা দিয়েছে অ্যান্ড্রয়েড ওয়ান যাচ্ছে বাংলাদেশে৷ এই খবরটি শেয়ার করেছেন অনেকে৷ বিশ্বের আরো কয়েকটি নামকরা টেক ব্লগ সাইট থেকেও খবরটি প্রকাশ করা হয়েছে৷





প্রসঙ্গত, গুগল অ্যান্ড্রয়েড ওয়ান মূলত তৈরি করেছে সেসব মানুষের জন্য, যাঁরা প্রথমবারের মতো স্মার্টফোন কিনতে চাচ্ছেন, এবং উন্নয়নশীল বিশ্বে বসবাস করছেন৷ গত সেপ্টেম্বরে এটি প্রথমবারের মতো ভারতে বাজারজাত করা হয়৷ তবে অ্যান্ড্রয়েড এই সিস্টেম নিয়ে সমালোচনাও রয়েছে৷ হেমাংশু রুকাডিকার নামের ভারতের এক বাসিন্দা টুইটারে জানিয়েছেন, অপারেটিং সিস্টেমটি নিয়মিত আপডেট করছে না গুগল৷




উল্লেখ্য, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের বাজারে অ্যান্ড্রয়েড ওয়ান ছাড়ার মাধ্যমে গুগল দৃশ্যত আরো দু’শ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নিল৷ ২০১৫ সালে আরো কয়েকটি দেশে অপারেটিং সিস্টেমটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি৷

সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান