1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেল্ফ ড্রাইভিং কার

১৩ জুন ২০১৪

সেল্ফ ড্রাইভিং কার বা চালকবিহীন গাড়ির কথা বহুদিন থেকেই শোনা যাচ্ছে৷ সুইডেনের একটি নতুন পাইলট প্রকল্পে তার প্রতিফলন দেখা যাচ্ছে৷ অর্থাৎ গাড়িগুলো চালক ছাড়া নিজেরাই সুবিধামত পার্ক করতে পারবে৷

https://p.dw.com/p/1CHIl
ছবি: picture-alliance/dpa

এমনকি গাড়িগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে কোন জায়গাটা খালি আছে এবং কোথায় পার্ক করতে হবে৷ অনুসন্ধানী এই ক্ষমতা ছাড়াও ইঞ্জিন বন্ধ করে চালককে এসএমএস পাঠানোর ক্ষমতাও থাকছে ঐ গাড়ির৷ ফলে গাড়ির মালিক বুঝতে পারবেন গাড়িটি ঠিক কোথায় পার্ক করা হয়েছে৷ ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দরজা-জানালা বন্ধ হয়ে যাবে৷

এই প্রকল্পটি ভলভো কার গ্রুপ, সুইডিশ যোগাযোগ মন্ত্রণালয়, সুইডিশ যোগাযোগ সংস্থা, লিন্ডহোলমেন সায়েন্স পার্ক অ্যান্ড দ্য সিটি অফ গোটেনবার্গ এর যৌথ উদ্যোগে হচ্ছে, যেটির নাম দেয়া হয়েছে ‘ড্রাইভ মি-সেল্ফ ড্রাইভিং কার ফর সাসটেনেবল মোবিলিটি'৷

সুইডেনের রাস্তায় ২০১৭-১৮ নাগাদ এই গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন এই প্রকল্পের কর্মকর্তারা৷ সে সময় ১০০ চালকবিহীন গাড়ি রাস্তায় নামাবেন তারা৷

জরুরি ভিত্তিতে ব্রেক করবে গাড়ি

এদিকে জার্মান প্রকৌশলীরা গাড়ির নিরাপত্তা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন৷ ফলে জরুরি কোনো পরিস্থিতিতে চালক সময় না পেলে গাড়ি নিজ থেকেই ব্রেক করবে৷ দ্য এমারজেন্সি স্টিয়ার অ্যাসিস্ট-ইএসএ ডিভাইস কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে খুব নিরাপদভাবে গতি নিয়ন্ত্রণ করে গাড়িটি ব্রেক করবে৷

জার্মান সাপ্লায়ার টিআরডব্লিউ অটোমোটিভ ডর্টমুন্ডের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাথে মিলে এই প্রকল্পে কাজ করছে৷ ২০১৮ সালের মধ্যে এ ধরনের গাড়ি উৎপাদন শুরু করবে ইএসএ৷

এপিবি/এসবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য