1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় যুদ্ধবিরতি আরো একদিন

১৯ আগস্ট ২০১৪

ইসরায়েল এবং ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়িয়েছে৷ মূলত কায়রোর চলমান দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার সুবিধার্থে এটা করা হয়েছে৷

https://p.dw.com/p/1Cwph
Gaza israelische Soldaten Proteste
ছবি: Reuters

সোমবার মধ্যরাতের কিছু আগে যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দেয়া হয়৷ মিশর সরকার এক বিবৃতিতে জানায়, ‘‘বর্তমান মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা যুদ্ধবিরতির মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়িয়েছে৷'' কায়রোয় দুই পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করেছে মিশর৷

তবে ফিলিস্তিনি মধ্যস্থতাকারী দলের প্রধান আজম আল-আহমেদ সতর্ক করে জানিয়েছেন, গাজায় সংঘর্ষ বন্ধে ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়ায় এখনো কোনো অগ্রগতি হয়নি৷ তিনি বলেন, ‘‘আমরা আশা করছি আগামী ২৪ ঘণ্টার প্রতিটি মিনিট একটি ঐক্যমত্যে পৌঁছাতে কাজে লাগানো হবে৷ তা না হলে সংঘর্ষ চলতেই থাকবে৷''

আল-আহমেদ এবং ইসলামপন্থি জঙ্গি গ্রুপ হামাসের অপর মধ্যস্থতাকারী মুসা আবু মারজুক – দু'জনই আলোচনা না আগানোর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন৷ ইসরায়েলের তরফ থেকে অবশ্য এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ মেনে নিয়েছে

পরোক্ষ আলোচনা

প্রসঙ্গত, কায়রোয় হামাসের সঙ্গে ইসরায়েলের প্রতক্ষ্য কোনো আলোচনা হচ্ছে না৷ আলাদা আলাদা কক্ষে অবস্থানরত দু'পক্ষের মধ্যে মধ্যস্থতায় সহায়তা করছেন মিশরের কর্মকর্তারা৷

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি গ্রীষ্মে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,০১৬ ব্যক্তি, যাঁদের অধিকাংশই বেসামরিক নাগরিক৷ অন্যদিকে ইসরায়েলের দিকে ৬৪ সেনা এবং তিন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ ইসরায়েলের দিকে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর রকেট ছোড়া বন্ধে গত ৮ জুলাই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল৷

সন্দেহভাজন জঙ্গিদের ঘর-বাড়ি ধ্বংস

পশ্চিম তীরে সোমবার তিন সন্দেহভাজন ফিলিস্তিনির ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স৷ গত জুনে তিন ইহুদি কিশোরকে হত্যার সঙ্গে এরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷ সন্দেহভাজনদের মধ্যে একজন ইসরায়েলের হেফাজতে রয়েছে, বাকি দু'জনের অবস্থান অজানা৷

এআই/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য