1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরুর গোবর ও সুপারবাগ!

২৩ এপ্রিল ২০১৪

যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন, গরুর গোবরে উচ্চ মাত্রার এমন সব জিন রয়েছে, যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধে অত্যন্ত কার্যকর৷ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিষয়টি উপস্থাপন করেন৷

https://p.dw.com/p/1BmBv
ছবি: Reuters

সুপারবাগ হচ্ছে এমন এক ব্যাক্টেরিয়া যার বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না৷ ই-কোলি ব্যাক্টেরিয়ার সাথে যুক্ত এই সুপারবাগ প্রাথমিক অবস্থায় প্রস্রাবের রাস্তা অথবা শ্বাসনালীতে ক্ষত সৃষ্টি করে৷ বিজ্ঞানীদের ধারণা, সুপারবাগ অন্যান্য গুরুতর ব্যাধির জীবাণুর সাথে যুক্ত হলে ওই রোগগুলোতে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না৷

গোবর সাধারণত ফসলের জমিতে সার হিসেবেই আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়৷ জ্বালানি হিসেবেও গ্রামে গ্রামে এর ব্যবহার প্রচলন রয়েছে৷ গবেষকরা বলছেন, যে জিনগুলো তাঁরা পেয়েছেন সেগুলো গরুর অন্ত্রের ব্যাকটিরিয়ার৷ কেনাটিকাট রাজ্যের একটি গরুর খামার থেকে গোবর সংগ্রহ করা হয়েছে৷ ঐ গোবর থেকে ৮০টি স্বতন্ত্র অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়েছেন তাঁরা, যাদের তিনভাগই নতুন৷ পেনিসিলিন এবং টেট্রাসাইক্লিনের মতো সুপরিচিত অ্যান্টিবায়োটিক প্রতিরোধে কাজ করে এগুলো৷

Polen Verbot Schächten
কেনাটিকাট রাজ্যের একটি গরুর খামার থেকে গোবর সংগ্রহ করা হয়েছেছবি: AP Photo/Czarek Sokolowski

ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনুজীববিদ এবং এই গবেষণার প্রধান জো হ্যান্ডেলসম্যান এ কথা জানিয়ে বলেন, ‘‘এত বিপুল সংখ্যক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়ে আমরা বিস্মিত৷ কারণ মাত্র চারটি গরুর পাঁচ ধরনের গোবরের নমুনা থেকে এই জীনগুলো খুঁজে পেয়েছেন তাঁরা৷''

বলা বাহুল্য, মার্কিন এই গবেষকদের পরবর্তী গবেষণা হবে এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীনগুলো মানবদেহে প্রবেশ করানো এবং তার প্রতিক্রিয়া দেখা৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য