1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় সাকিবের স্ত্রী

২০ জুন ২০১৪

ফুটবল বিশ্বকাপের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের শোচনীয় অবস্থা নিয়ে আলোচনা এখন একটু কমই শোনা যাচ্ছে৷ তবে খেলার মাঠে স্ত্রী শিশিরকে উত্ত্যক্তকারীদের পিটিয়ে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান৷

https://p.dw.com/p/1CMod
Shakib Al Hasan mit seiner Frau Shishir
স্ত্রী শিশিরের সঙ্গে সাকিব (ফাইল ফটো)ছবি: DW/M. Mamun

ঘটনা ১৫ জুনের৷ নিজের দেশে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল৷ তবে খেলা ছাপিয়ে সবাই সেদিন সাকিব আল হাসানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷ কারণটা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা চলাকালে গ্যালারিতে থাকা সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে উত্ত্যক্ত করেছিল কয়েক বখাটে৷ আর এতে ক্ষিপ্ত হয়ে সাকিব নিজেই পিটিয়েছেন বখাটেদের৷

বিষয়টি গড়িয়েছে আদালত অবধি৷ উত্ত্যক্তের ঘটনায় এক ব্যবসায়ীর পুত্রকে গ্রেপ্তারও করে পুলিশ৷ তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, উত্ত্যক্তের বিষয়টি ‘যৌন নিপীড়নের ঘটনার মধ্যে পড়ে না বিধায়' ১৯ জুন ব্যবসায়ী পুত্র জামিনে ছাড়া পেয়েছেন৷

সাকিবের স্ত্রীকে উত্ত্যক্তের ঘটনা নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে৷ সাংবাদিক সুপ্রীতি ধর লিখেছেন, ‘‘...সাকিবের বৌকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার৷ খবরটা সেখানে না৷ মেয়েদের উত্ত্যক্ত করা নতুন কিছু না৷ কিন্তু আইন সবার জন্য সমান না কেন?''

ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ড জয়ী প্রকল্প ‘উইমেন চ্যাপ্টারের' এই সম্পাদক লিখেছেন, ‘‘এর আগেও দেখেছি শাওনকে নিয়ে কথা বলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল৷ তাহলে কি আমরা কেউ না দেশব্যাপী যে মেয়েরা নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মারা যাচ্ছে, সেইসব ক্ষেত্রে কজনা গ্রেপ্তার হয়, শাস্তি তো দূরের কথা!''

বলা বাহুল্য, কিছুদিন আগে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তোলা এক ছবি নিয়েও সমালোচনার মুখে পড়েন শিশির৷ সেসময় সামহয়্যার ইন ব্লগে আরমান অরণ্য লিংকন বিষয়টির প্রতিবাদ করেন৷ সাকিবের সঙ্গে শিশিরের সম্পর্কের বিষয়টিও ব্লগের মাধ্যমেই জেনেছিলেন অনেকে৷ ২০১২ সালের ডিসেম্বর মাসে আমার ব্লগে মাহিন আহমেদ লেখেন, ‘‘সাকিব-শিশিরের প্রেমকাহিনি৷'' পরবর্তীতে বিয়ে করেন এই জুটি৷

এদিকে, ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে একাধিক ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় দল৷ এর প্রেক্ষিতে জাতীয় দলের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন হাসান মাহবুব৷ সামহয়্যার ইন ব্লগে তিনি লিখেছেন, ‘‘আমাদের হৃদয়ে গভীর ক্ষত, আমরা হাসতে পারছি না, ঘুমোতে পারছি না, ভুলতে পারছি না৷ তোমরাও ভুলবে না৷ পরাজয়ের বিষে নীল হয়েছ, এখন সেই নীলটাকে আকাশের নীলের সাথে জুড়ে দিয়ে স্বপ্নের ক্যানভাস তৈরি করো৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য