‘কোহলির ভাল পারফরমেন্সগুলোর জন্যই আনুশকা দায়ী' | পাঠক ভাবনা | DW | 27.03.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কোহলির ভাল পারফরমেন্সগুলোর জন্যই আনুশকা দায়ী'

ভারতের পরাজয়ে ক্রিকেটার কোহলির খারাপ পারফরমেন্সের জন্য তাঁর বান্ধবী আনুশকা শর্মাকে দায়ী করছেন ভারতের অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী৷ কিন্তু ক্রিকেটারদের ব্যর্থতার দায় কি তাদের আপনজনের উপর চাপানো উচিত?

ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় করা এই প্রশ্নের উত্তরে অনেক মন্তব্য এসেছে৷ রোকসানা আক্তার লিখেছেন, নাচতে না জানলে উঠোন বাঁকা৷ তাঁর মতো একই মন্তব্য করেছেন মিজানুর রহমান, তুহিন আলমগীরসহ আরো কয়েকজন৷

জুবায়ের রুমি মনে করেন, ‘‘এভাবে খেলোয়াড়দের প্রিয়জনকে ব্যক্তি আক্রমণ করা খুব নীচু মানসিকতার কাজ৷ খেলোয়াড়দের আপনজনরাই তো সবচেয়ে বেশি ওদের ভাল পারফরমেন্স প্রত্যাশা করে৷ আমি মনে করি, কোহলির ভাল পারফরমেন্সগুলোর জন্যই আনুশকা দায়ী৷ ওদের দুজনের প্রতি শুভকামনা রইল৷''

আনোয়ার হোসেন কোহলির খারাপ পারফরমেন্সের দুটো কারণ বের করেছেন৷ এক, বাংলাদেশের অভিশাপ আর দুই আনুশকা৷

সানিয়েল আহমেদ লিখেছেন, ‘‘এই পরাজয় পূর্বনির্ধারিত৷ কেননা পাপে বাপকেও ছাড়েনা? ভারতের দুর্নীতিতে বাংলার ১৬ কোটি হৃদয়ের কান্নার ফল হচ্ছে ভারতের নির্লজ্জময় পরাজয়৷ এতে আনুশকার দোষ কী?''

সুমন সরদারের মন্তব্য, ‘‘এটা যদি ঠিক হয় তবে ভারতকে হারাতে অন্য দলের খেলার দরকার নাই৷ আনুশকাকে গ্যালারিতে বসিয়ে রাখলেই হলো৷'' সুমনের প্রশ্ন, ‘‘বাংলাদেশের খেলার দিন কোথায় ছিলি আনুশকা!'' মো. আলী হাসানের লিখেছেন, ‘‘১৪ জন খেলতে পারে নাই এখন আনুশকার দোষ?''

নিতু সরকার বলছেন, ‘‘আনুশকার উপর কেন দোষ চাপানো হচ্ছে, তারতো কোনো দোষ নাই৷ সে কোহলিকে ভালোবাসে বলেই খেলা দেখতে গেছে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন