1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কেন ন্যায় বিচার নয়?’

৫ ডিসেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের হাতে এরিক গার্নারের মৃত্যুর দৃশ্য ঘটনাক্রমে একজন ভিডিও করেন, যা ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে৷ কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের আচরণ নিয়ে আবারো প্রশ্ন উঠেছে৷

https://p.dw.com/p/1DzHi
Eric Garner Polizei New York Protest
ছবি: ap

যুক্তরাষ্ট্রের পুলিশ প্রয়োজন না থাকলেও বেছে বেছে কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে বল প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ যে ভিডিওটি প্রকাশ হয়েছে তাতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য নিরস্ত্র গার্নারকে রাস্তায় ফেলে চেপে ধরেছেন৷ এর মধ্যে একজন পেঁচিয়ে ধরেছেন তাঁর গলা৷ শ্বাসকষ্টের রোগী গার্নারকে এ সময় চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘আমার দম বন্ধ হয়ে আসছে৷''

নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত জানানোর পর নিউ ইয়র্কের রাস্তায় যেমন মানুষ নেমে এসেছেন, তেমনি পুরো যুক্তরাষ্ট্রের মানুষ টুইটারে জানাচ্ছেন তাদের প্রতিবাদ৷ হ্যাশ ট্যাগ হিসেবে তারা বেছে নিয়েছেন #EricGarner ও #ICantBreathe৷

ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন ছেপেছে, কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রতিবাদের আগুনে ঘি ঢালছে৷

জন গ্যাল্ট ব্রুকলিন ব্রিজে প্রতিবাদের কিছু ছবি টুইটারে প্রকাশ করেছেন৷

ন্যান্সি হেনেন বিক্ষোভের একটি ছবি শেয়ার করেছেন টুইটারে৷

নিউজউইকসহ বেশ কয়েকটি পত্রিকা প্রতিবাদ বিক্ষোভের একটি প্রতিবেদন প্রকাশ করেছে টুইটারে৷

ক্রিস রক লিখেছেন গার্নার নিরস্ত্র ছিল, ভিডিওতেই যার প্রমাণ রয়েছে৷

লটে লাইসট লিখেছেন, ভিডিওতে সব প্রমাণ আছে, তাহলে কেন ন্যায় বিচার নয়?

ক্রিস্টিনা এভারেট লিখেছেন প্রতিবাদে উচ্চারিত স্লোগানের কথা৷

পুয়ের্তো রিকোর এক শিল্পী অ্যান্ড্রু জে পাডিলা লিখেছেন, শান্তিপূর্ণ এই বিক্ষোভের সময় অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ৷

আনাবেলে পেরেজ টুইটারে লিখেছেন, এরিক গার্নারের শ্বাসরোধে মৃত্যু: শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্তে সাধারণ মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ৷

জনেতা নামের এক ব্যক্তি অপর একটি নিউজের একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ৷

টুইটারে রবিন রবার্টস লিখেছেন, বৃহস্পতিবার সকালে শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্তে মানুষের প্রতিক্রিয়া৷

এরিক গার্নারের স্ত্রীর একটি সাক্ষাৎকার শেয়ার করে মেলেয়া এম. লিখেছেন, তখনই ক্ষমা চাওয়া উচিত ছিল যখন আমার স্বামী বলছিলেন, ‘আমার দম বন্ধ হয়ে আসছে৷'

আন্তোনিও ফ্রেঞ্চ লিখেছেন, এর একটা উপসংহার টানা উচিত৷ এভাবে মানুষকে হত্যা করা চলতে পারে না৷

জারেড রবিনসন এরিক গার্নারকে গ্রেপ্তারের সময় ধারণকৃত ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এমন তুচ্ছ কারণে একজন পুলিশ কোনো মানুষকে হত্যা করতে পারে না৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য