1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতির শক্তি!

২৭ জুলাই ২০১৪

ঘ্রাণ নেয়ার শক্তি৷ হ্যাঁ, এতদিন সবাই জানে যে এ ক্ষেত্রে রাজা হলো ইঁদুর৷ কুকুরেরও ঘ্রাণ নেয়ার ক্ষমতা অনেক, সেটাও কারও অজানা নয়৷ কিন্তু জাপানের বিজ্ঞানীরা এবার জানালেন নতুন তথ্য৷

https://p.dw.com/p/1CjJR
WM Brasilien Elefanten Orakel mit Sepp Maier
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা শেষে জানালেন, আফ্রিকান হাতির নাকের গন্ধ শোঁকার ক্ষমতা নাকি ইঁদুরের চেয়েও বেশি৷ হাতির নাকের ক্ষমতা কুকুরের চেয়ে প্রায় দ্বিগুণ আর মানুষের নাকের চেয়ে প্রায় ৫ গুণ বেশি৷

বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে, আফ্রিকান হাতির নাকে ওলফ্যাক্টরি রিসেপ্টর বা ওআর জিনের সংখ্যা প্রায় দুই হাজার৷ এই জিন পরিবেশে থাকা ঘ্রাণ শনাক্ত করে৷

গবেষণা প্রতিবেদনটি জেনোম রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে৷

টোকিও বিশ্ববিদ্যালয়ের ইওশোহিতো নিমুরা গবেষণা দলের নেতৃত্ব দেন৷ তাঁরা আফ্রিকান হাতির ওআর জিনের সঙ্গে ঘোড়া, খরগোশ, গিনিপিগ, গরু, শিম্পাঞ্জি সহ ১৩টি প্রাণীর জিনের তুলনা করেন৷

নিমুরা বলেন, ‘‘হাতির নাক শুধু আকারেই বড় নয়, এর ক্ষমতাও বেশি৷'' ভাল ঘ্রাণ নেয়ার ক্ষমতা কোনো প্রাণীকে সঙ্গী ও খাবার খুঁজতে সহায়তা করে বলে জানান তিনি৷

মানুষ সহ স্তন্যপায়ী প্রাণীদের নাকে অন্যান্য প্রাণীর তুলনায় অনেক কম ওআর জিন রয়েছে বলে গবেষণায় জানা গেছে৷

জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি এবং জাপান সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ সায়েন্স গ্রান্টস-ইন-এইড এর আর্থিক সহায়তায় গবেষণাটি পরিচালিত হয়৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য