কাকের কৃতিত্ব নিয়ে একটি প্রতিবেদন | পাঠক ভাবনা | DW | 11.04.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কাকের কৃতিত্ব নিয়ে একটি প্রতিবেদন

সারাদিনের ক্লান্তি শেষে রাতে ফেসবুকে লগইন করতেই ডয়চে ভেলের বাংলা পেজ থেকে কাকের কৃতিত্ব নিয়ে একটি প্রতিবেদন পেলাম৷ আর তাতে ক্লিক করে বিজ্ঞান পরিবেশ পাতা থেকে জানলাম কাকের এক অদ্ভুত কৃতিত্ব নিয়ে বিজ্ঞানীদের গবেষণার ফল৷

এ কথা লিখেছেন নাটোরের বন্ধু রাজীব মন্ডল৷ তিনি আরো লিখেছেন, ‘‘বিমান রহস্য সমাধানে আশার আলো জেনে ভালোই লাগলো৷ পরে স্বাধীনতার সম্মান সূচক বিদেশি বন্ধুদের স্বর্ণপদক সংক্রান্ত ফাঁকিবাজি নিয়ে প্রতিবেদনটি পড়ে বেশ খারাপ লাগলো৷ এ কোন দেশে বাস করি আমরা? সম্মাননা নিয়েও যে এখানে ফাঁকিবাজি!''

আজানা এক তথ্য জানলাম সমাজ-সংস্কৃতি বিভাগ থেকেও৷ জানলাম হিটালের স্ত্রী ছিলেন ইহুদী৷ আর ‘১৩ নিয়ে তাড়না' পরিবেশনটি ছিল বেশ মজার৷ হঠাৎ করে গনজাগরণ মঞ্চ আলোচানায় আসা নিয়ে সুনির্দিষ্ট কারণ সমূহ বিশ্লেষণ পূর্বক ‘ব্লগওয়াচ'-টি বেশ ভালো লেগেছে৷

Indien Wahlen 2014 10.04.2014 Neu Delhi

ভারতে চলছে লোকসভা নির্বাচন

এছাড়া ছবিঘর ও খেলাধুলার খবরও বেশ পরিপূর্ণ৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ রাজীব কুমার মন্ডল, হাসিমপুর,সালামপুর, লালপুর, নাটোর থেকে তাঁর মতামত এভাবেই জানিয়েছেন৷

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের উপর ডয়চে ভেলের বিশ্লেষণমূলক আলোকপাত থেকে প্রাক নির্বাচনি চিত্র এবং নির্বাচন পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে জানতে পারছি৷ স্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রাক নির্বাচনি সমীক্ষায় যদিও ক্ষমতাসীন ইউপিএ সরকারকে অনেক পেছনে ফেলে এনডিএ এগিয়ে আছে৷ কিন্তু আঞ্চলিক দলগুলির সমর্থন না নিয়ে কেউ সরকার গঠন করার মতো অবস্থায় থাকবে না৷ সেই পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলি নীতিগতভাবে কী অবস্থান নেবে তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে৷ গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ১০ কোটির বেশি নতুন ভোটার৷ এই নতুন প্রজন্মের ভোটারদের ভোট যে কোনো দলের কাছে একটা বেশ বড় ইস্যু হয়ে দেখা দিতে পারে৷

Adolf Hitler und Eva Braun

স্ত্রীর সঙ্গে হিটলার

ভারতের সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আছে৷ সেই দিক দিয়ে এই নির্বাচনের দিকে বাংলাদেশের সজাগ দৃষ্টি থাকাটাই স্বাভাবিক৷ এই গুরুত্বপূর্ণ বিষয়টির ওপর ডয়চে ভেলের বিশ্লেষণধর্মী আলোকপাত খুবই অর্থবহ৷

বৈধ কাগজ-পত্র ছাড়া জার্মানিতে বসবাস করা বিভিন্ন দেশের মানুষদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে ‘মেডি নেত্স বন' নেটওয়ার্কের উদ্যোগ বেশ প্রশংসনীয়৷ জার্মানি-ইউরোপ পাতার অন্য প্রতিবেদনগুলো থেকেও বেশ কিছু নতুন নতুন তথ্য পেয়ে গেলাম৷

খেলার পাতায় আসন্ন বিশ্বকাপের আয়োজনের ওপর তুলে ধরা বিভিন্ন প্রতিবেদনগুলো বেশ ভালো লাগছে৷ ডয়চে ভেলের ওয়েবপেজে ফুটবলের মহাযজ্ঞের উদ্বোধনী থেকে পরিসমাপ্তি পর্যন্ত প্রতিদিনের নানা খবর দেখার অপেক্ষায় থাকবো৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন