1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেইমারের বাবাকে তলব

১ আগস্ট ২০১৪

কর ফাঁকি মামলার সাক্ষী হিসেবে ব্রাজিল ও বার্সেলোনা তারকা নেইমারের বাবাকে ১ অক্টোবর আদালতে হাজিরা দিতে হবে৷ একইসঙ্গে স্প্যানিশ ক্লাবটির ফিন্যান্সিয়াল ডিরেক্টরকেও আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

https://p.dw.com/p/1Cmxf
Fußball Hairstyle Frisur Neymar
ছবি: Getty Images

নেইমারকে ৫৭ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আনা হয় বলে প্রথমে জানানো হয়েছিল৷ পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে বার্সেলোনাই জানায় যে, টাকার পরিমাণটা ৫৭ নয়, ৮৬ মিলিয়ন ইউরো৷ অথচ স্পেনের কর কর্তৃপক্ষ নেইমার ইস্যুতে ৫৭ মিলিয়নের হিসেবে কর পেয়েছে৷ এখন ক্লাব যেহেতু বলছে যে টাকার পরিমাণটা ৮৬ মিলিয়ন ইউরো, সে হিসেবে কর হিসেবে আরও প্রায় ১১.৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা৷

Interaktiver WM-Check 2014 Keyplayer Brasilien Neymar
নেইমারের ট্রান্সফারের বিষয়টি সম্পর্কে শুরুতে সত্য তথ্য দেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছেছবি: picture alliance/dpa

এ বিষয়টির মীমাংসা করতে নেইমারের বাবাকে চুক্তি ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র নিয়ে আদালতে যেতে বলা হয়েছে৷

অভিযোগের শুরু বার্সেলোনার সদস্য হর্দি কেসেসের হাত ধরে৷ যার অভিযোগ, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল জনসমক্ষে নেইমারের ট্রান্সফারের বিষয়টি সম্পর্কে সত্য তথ্য দেননি৷ রোসেল এ বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন৷

মামলার শুনানিতে গত সপ্তাহে আদালতে হাজির হয়েছিলেন রোসেল৷ এর আগে বার্সার ব্যবস্থাপনা পরিচালক আন্তোনিও রোসিচ আদালতে জানিয়েছিলেন, আইন মেনেই নেইমারের সাথে চুক্তি করা হয়েছে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য