1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমলা রংয়ে রাঙিয়ে দিন সব

২৫ নভেম্বর ২০১৪

বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর একটি দিবস পালন করা হয়৷ দিনটি ২৫শে নভেম্বর৷ এ উপলক্ষ্যে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি৷

https://p.dw.com/p/1DsfJ
Symbolbild - Gewalt gegen Frauen
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/M. Gambarini

স্বৈরাচারী সরকারের বিরোধিতা করায় ১৯৬০ সালের ২৫শে নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের তিন বোনকে হত্যা করা হয়েছিল৷ তাঁদের প্রতি সম্মান জানাতে জাতিসংঘ ২৫শে নভেম্বরকে ‘নারীর প্রতি সহিংসতা বর্জনের আন্তর্জাতিক দিবস' বলে ঘোষণা করে৷

এদিকে, আজ থেকে ১৬ দিন পর ডিসেম্বরের ১০ তারিখ মানবাধিকার দিবস৷ ফলে ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর – এই ১৬ দিন ধরে একটি কর্মসূচি পালন করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷ কর্মসূচির নাম ‘অরেঞ্জ ইওর নেইবারহুড'৷ এর আওতায় ১৬ দিন ধরে নিজ নিজ এলাকায় নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড আয়োজনের আহ্বান করেছে জাতিসংঘ৷ এ সব কর্মসূচির খবর ছবি, ভিডিও, ফেসবুকটুইটারের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি৷

নারীর প্রতি সহিংসতা বন্ধে কেন আপনার এগিয়ে আসা উচিত – তার একটা ধারণা পাওয়া যায় ব্রিটিশ রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী ক্যাথেরিন বেয়ার্ডার-এর এই টুইটটি পড়লে৷

এ সংক্রান্ত আরেকটি পরিসংখ্যান –

বৈশ্বিক অবস্থা থেকে এবার বাংলাদেশ পরিস্থিতির দিকে একটু নজর দিতে পারেন৷

নারীর প্রতি সহিংসতা বন্ধে আপনি কীভাবে এগিয়ে আসতে পারেন, তা জানাচ্ছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷

১৬ দিনে আপনি কী করতে পারেন তার একটা ধারণা পাবেন এখানে৷

জাতিসংঘের এই কর্মসূচির অংশ হয়েছেন মার্কিন অভিনেত্রী টেরি হ্যাচার৷

জাতিসংঘের কর্মসূচি পালন শুরু হয়ে গেছে৷ তার কয়েকটি খবর –

বাংলাদেশ সরকারের ‘একসেস টু ইনফরমেশন' বিভাগও জাতিসংঘের এই কর্মসূচি সম্পর্কে সবাইকে সচেতন করতে চেষ্টা করেছে৷

ব্র্যাকের এক কর্মকর্তা মনে করেন নারীর প্রতি সহিংসতা দূর করার কাজে পুরুষকে সম্পৃক্ত করা খুব জরুরি৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য