‘ঔষধি গাছ নিয়ে আলোচনা আমার দারুণ লেগেছে’ | পাঠক ভাবনা | DW | 28.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঔষধি গাছ নিয়ে আলোচনা আমার দারুণ লেগেছে’

‘‘ঔষধি গাছের গুণাগুণ নিয়ে ছবিঘরটি ভালো লেগেছে৷ ডয়চে ভেলের ভাষায়: পুরাকাল থেকেই মানুষ অসুখ-বিসুখে ঔষধি গাছের পাতা, শেকড় ইত্যাদি ব্যবহার করে আসছে, যা আধুনিক চিকিৎসা ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷’’

বন্ধু এম. এ. বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে লিখেছেন এ কথাগুলি৷ তিনি আরো লিখেছেন, ‘‘বহু ওষুধি গাছ আজ বিলুপ্তির পথে বা হুমকির সম্মুখীন৷ সেই সব গাছের গুণাগুণ এবং পরিচিতি নিয়েই ছিল ছবিঘরটি৷ ঘৃতকুমারী, আর্নিকা, আদা বা হলুদ ফুল ড্যানডেলিয়ন নিয়ে অনেক তথ্য জানতে পারলাম৷''

অপর একটি ই-মেলে তিনি লিখেছেন, ‘‘পৃথিবীর দুর্লভ কিছু ফুল নিয়ে ডয়চে ভেলের ছবিঘরটি থেকে অনেক তথ্য পেলাম৷ সত্যিই দিন যত যাচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির সব ফুল, পাখি ও প্রাণী৷ আমরফোফালুস টিটানুম, বিশ্বের সবচেয়ে সুন্দর ফুল বলা হয় এটিকে৷ সবচেয়ে দুর্লভ এবং সুন্দর এই ফুলটি পাওয়া যায় ইন্দোনেশিয়ায়৷ অথবা এপিফিলুম অক্সিপেটালুম, বাংলাদেশে এই ফুলটি ‘নাইট কুইন' বা রাতের রানী নামে পরিচিত৷ এই সব ফুল সম্পর্কে তথ্য জেনে ভালোই লাগলো৷''

রাজীব কুমার মণ্ডল, হাসিমপুর, লালপুর, নাটোর, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশের ট্যাক্সি নিয়ে ডয়চে ভেলে বাংলার ছবিঘর আমার মন ছুঁয়ে গেছে! সত্যিই বিভিন্ন ধরনের ট্যাক্সিগুলো সম্পর্কে জেনে আমার খুব ভালো লেগেছে৷ ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র হিসেবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ সহ ছবিঘরে বিভিন্ন সময় পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন তথ্য চিত্র তুলে ধরবেন৷ সব্বাইকে নিয়ে সপ্তাহন্ত আপনাদের ভালো কাটুক এই শুভকামনা করছি৷''

ডা. অসিত কুমার দাশ মিন্টু, চট্রগ্রাম, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘মেয়েরা অধিকার বিষয়ে সচেতন হচ্ছে প্রতিবেদনটি পড়লাম৷ বর্তমান বিশ্বে মেয়েরা অনেক অগ্রগামী৷ সুতরাং মেয়েদের সচেতন হতে হবে৷ লেখাপড়া করে আত্মনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে৷ নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে৷ ভাল-মন্দ বিচার করতে শিখতে হবে৷ যুগোপযোগী প্রতিবেদনটি প্রকাশ করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷''

- মতামতের জন্য সবাই ধন্যবাদ৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন