1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ানডে ব়্যাংকিং-এ বাংলাদেশ এখন আট-এ!

৭ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপের আগে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য দারুন এক সুখবর নিয়ে এলো আইসিসি৷ প্রথমবারের মত ওয়ানডে ব়্যাংকিং-এ অষ্টম স্থানে উঠে গেল বাংলাদেশ৷ পেছনে ফেলে দিল ওয়েস্ট ইন্ডিজকে৷

https://p.dw.com/p/10BqC
ছবি: AP

গতকাল রোববার শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা শেষে নতুন ব়্যাংকিং প্রকাশ করে আইসিসি৷ সেখানে ওয়েস্ট ইন্ডিজের উপর শোভা পাচ্ছে বাংলাদেশের নাম৷

গতকাল খেলার শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বাঙালি সমর্থকরাও নিশ্চয় প্রিয় দলের পরাজয় চাইছিলেন৷ কারণ তারা হারলেই তো বাংলাদেশের লাভ৷ হলোও তাই৷ শ্রীলঙ্কার ২৭৭ রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে থামতে হয় ২৫১ রানে৷ মানে ২৬ রানে জয় পায় শ্রীলঙ্কা৷ কিন্তু আসল জয় পেয়ে যায় বাংলাদেশ৷

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন দু'টি দেশের উপরে বাংলাদেশের স্থান৷ শুরুটা হয়েছিল জিম্বাবোয়েকে দিয়ে৷ আর এবার পেছনে পড়লো এক সময়ের বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ৷

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ - দুই দলেরই রেটিং পয়েন্ট অবশ্য সমান ৬৬ করে৷ তবে বাংলাদেশের মোট পয়েন্ট বেশি৷ ৩২ ম্যাচে ২১২১, আর ওয়েস্ট ইন্ডিজের ২০ ম্যাচে ১৩২১৷ বাংলাদেশ তাই রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে৷

এদিকে অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে ভাল করার ব্যাপারে আশাবাদী৷ তবে নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলতে চান নি তিনি৷ গতকাল এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাকিব তাঁর দলকে পুরোপুরি পেশাদার বলে অভিহিত করেন৷ এছাড়া তিনি বলেন বিশ্বকাপে ভালো করতে হলে সেরাটাই উজাড় করে দিতে হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম