1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের মুসলমানরা আতঙ্কগ্রস্থ

Sanjiv Burman২৩ জুলাই ২০১৪

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ তাদের দাবি, সন্ত্রাস বিরোধী অভিযানের নামে এফবিআই অনেক সময় নিরীহ মানুষদের হয়রানি করে৷

https://p.dw.com/p/1Cga6
Symbolbild Guantanamo Hungerstreik USA Kuba Gefängnis
প্রতীকী ছবিছবি: AFP/Getty Images

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের কিছু তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)-এর মুখপাত্র আন্দ্রেয়া প্রাসো বলেন, ‘‘এফবিআই প্রায়ই এমন লোকদের ‘শিকার' বানায় তদন্ত শুরুর আগে যাদের সন্ত্রাসের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না৷ তারা প্রায়ই ধর্মীয় বা জাতীয় পরিচয় বিবেচনায় নিয়ে মানুষগুলোকে ধরে৷ এটা স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন৷''

এইচআরডাব্লিউ-র প্রতিবেদন অনুযায়ী ‘নাইন ইলেভেন'-এর পর থেকে গত ১৩ বছরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৫০০ লোককে বিচারের মুখোমুখি করেছে এফবিআই৷ তাঁদের মধ্যে অনেকেই মুসলমান৷ সোমবার এক সংবাদ সম্মেলনে ২৭টি মামলার বর্ণনা দিয়ে আন্দ্রেয়া প্রাসো জানান, এফবিআই-এর এমন তৎপরতার কারণে যুক্তরাষ্ট্রের অনেক মুসলমানই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ সরকারের প্রতি ভীতি নিয়ে বসবাস করছেন তাঁরা৷''

প্রতিবেদনে এফবিআই-এর বিরুদ্ধে ঘুস দিয়ে দরিদ্র মানুষকে সন্ত্রাস নির্মূল মামলায় জড়ানোর অভিযোগও তুলেছে এইচআরডাব্লিউ৷ মানসিকভাবে সুস্থ নন এমন লোকদের মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে এফবিআই-এর বিরুদ্ধে৷ কখনো কখনো এফবিআই-এর গোপন তথ্য সরবরাহকারীরা ঢুকে পড়েন মসজিদে৷ সেখানে দরিদ্র কোনো মানুষকে ধরে তাঁর কাছ থেকে সন্ত্রাস নির্মূল কার্যক্রমে সহায়তা চান৷ মোটা অঙ্কের বিনিময়ে কেউ এফবিআই-এর ছক অনুযায়ী কাজ করতে রাজি হলে মামলা সাজাতে আর কোনো সমস্যা থাকে না৷ আন্দ্রেয়াস প্রাসো জানান, এমন পরিস্থিতিতে খুব আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের মুসলমানরা৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য