‘এটা আওয়ামী লীগের নাটক' | পাঠক ভাবনা | DW | 22.05.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এটা আওয়ামী লীগের নাটক'

বাংলাদেশে ব্লগার হত্যার হমকি এবং হত্যার পর এবার ১০ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ পুলিশ বলছে, তারা এই ঘটনা তদন্ত করে দেখছে৷ এ সম্পর্কে ফেসবুকে পাঠকদের ভিন্ন ভিন্ন মত প্রকাশ পেয়েছে৷

১০ জনকে হত্যার হুমকি তদন্তে পুলিশের বিশেষ টিম' ডয়চে ভেলের ফেসবুকে এই পোস্টটি পড়ে মামুন রানার মন্তব্য, ‘‘আরে এটা আওয়ামী লীগের নাটক, যাতে ব্লগার অন্তত বিজয় হত্যা নিয়ে বাড়াবাড়ি না করে, তা নাহলে তো আওয়ামী লীগের মুখোশ আরও বেশি খুলে যাবে বিশ্বে৷

মোহাম্মদ আলাউদ্দিনও মামুন রানার সাথে অনেকটা একমত৷

আর পাঠক শাজাহানের মতে, বর্তমানে কোন ইস্যু নাই, সে জন্য সরকারই নতুন ইস্যু সৃষ্টি করছে৷

মো.মন্জুর রহমান মন্জু অবশ্য ভিন্নমত পোষণ করেন৷ তাঁর স্লোগান, ‘‘আওয়ামী লীগ মুক্ত দেশ চাই, ব্লগার মুক্ত বাংলাদেশ গড়তে চাই৷''

সাইদুল আহমেদ বলছেন, হত্যাকারীদের অবশ্যই শাস্তি চাই৷ মুক্তমনা মানে এই নয় যে কারো অনুভূতিতে আঘাত দেবেন৷

বিবেকবান সাধারণ যে কোনো মানুষের মতোই ফেসবুক বন্ধু মজিবুর রহমানেরও চাওয়া ‘‘প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই৷''

শরীফ ইসলাম অবশ্য পুরোপুরি অন্য কথা বলছেন৷ তাঁর মতে, ‘‘ব্লগার সবাই নাস্তিক৷''

খুর্শিদুল আলম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এতটাই বিরক্ত যে এই মুহূর্তে তিনি দেশে সামরিক শাসন চান৷

যাঁদের হত্যার হুমকি দেয়া হয়েছে তাঁদের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ তবে পুলিশ নিশ্চিত নয়, যারা হুমকি দিয়েছে তারা নতুন কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা৷

এ সম্পর্কে ফেসবুক বন্ধু জিনাত মহল মিশোরের প্রশ্ন, কারা এই আনসারুল্লাহ বাংলা টিম? সরকার কেন উদঘাটন করছেনা?

ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মোশারফ পরোক্ষভাবে মুসলমানদের কিছুটা সাবধান করে দিয়ে বলছেন, তার ভাষায়, ‘‘ইসলাম ইসলাম করে তোমরাই ইসলামকে নষ্ট করছো৷ মুসলিম দেশগুলোর মধ্যে মারামরি, মসজিদে বোমা, সাধারণ মানুষকে হত্যা৷ এইসব দেখে অন্যরা মুসলিমকে ঘৃণা করে, ভয় পায়৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন