1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার লক্ষ ডলার পুরস্কার!

২ ডিসেম্বর ২০১৩

২৪ বছর হতে চলল বিশ্বকাপে একবারও সাফল্যের দেখা পায়নি জার্মানি৷ সাফল্যের খরা কাটাতে এবার আগাম পুরস্কার ঘোষণা করেছে ডিবিএফ৷ ব্রাজিল থেকে ট্রফি নিয়ে ফিরলে প্রত্যেক খেলোয়াড় পাবেন লোভনীয় পুরস্কার৷

https://p.dw.com/p/1AQz2
Bundestrainer Joachim Loew instruiert das Team, aufgenommen am 13.08.2013 beim Abschlusstraining der Deutschen Fußballnationalmannschaft in der Coface Arena in Mainz (Rheinland-Pfalz). Foto: Fredrik von Erichsen/dpa pixel
ছবি: picture-alliance/dpa

আগামী বছর ফুটবল বিশ্বকাপ হবে সবচেয়ে বেশি, অর্থাৎ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলে৷ একটা সময় টানা ২৪ বছর অবশ্য তারাও বিশ্বকাপ জেতেনি৷ ১৯৭০-এর পর চতুর্থবারের মতো ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ সালে৷ তার ঠিক আগের আসরে জিতেছিল জার্মানি৷ সেই থেকে জার্মানিরও চলছে বিশ্বকাপখরা৷ শুধু বিশ্বকাপ কেন, ১৯৯৬ সালের পর থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতা হয়নি তাদের৷ তো বিশ্বকাপে ব্যর্থতাটা যাতে ২৪ বছর ছাড়িয়ে না যায়, সে ব্যবস্থা করতে এবার অন্য পথ ধরেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)৷ শুক্রবার এক ঘোষণায় ডিবিএফ জানিয়েছে, এবার জার্মানি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে দলের প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হবে ৩ লাখ ইউরো বা ৪ লাখ ৮ হাজার ৩০০ ডলারের বোনাস৷ গ্রুপ পর্ব পেরোলেই শুরু হবে বোনাস প্রাপ্তি৷ দ্বিতীয় রাউন্ডে উঠলে ৫০ হাজার ইউরো, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ লাখ ইউরো আর সেমি ফাইনালে উঠলে প্রত্যেককে দেয়া হবে ১ লাখ ৫০ হাজার ইউরো করে৷

জার্মান দলের খেলোয়াড়দের জন্য বোনাস আগেও ঘোষণা করেছে ডিএফবি৷ গতবছর পোল্যান্ড এবং ইউক্রেনে যৌথভাবে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগেও অনুপ্রেরণাদায়ী এমন বোনাসের ঘোষণা দেয়া হয়েছিল৷ কিন্তু জার্মানি সেবার ফাইনালেই উঠতে পারেনি৷

জার্মানির জন্য ব্রাজিল থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফেরা খুব কঠিনই হওয়ার কথা৷ সফল হলে নতুন রেকর্ড হবে৷ বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ অ্যামেরিকার কোনো দেশে আয়োজিত বিশ্বকাপ ইউরোপের কোনো দেশ এখনো জিততে পারেনি৷ জার্মানি জিতলে সেটাই হবে প্রথম দৃষ্টান্ত৷

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য