1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এইচআইভি রোগী বাড়েনি

১৭ জুলাই ২০১৪

এইডসকে বাগে আনতে না পারলেও এর থাবা থেকে কিছুটা নিস্তার পাওয়ার ইঙ্গিত পেয়েছে জাতিসংঘের সংস্থা৷ এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত দু বছরে বিশ্বে এইডস সংক্রমিত রোগীর সংখ্যা বাড়েনি৷

https://p.dw.com/p/1Ce14
Junges Paar im Bett
ছবি: picture-alliance/dpa

বুধবার প্রকাশিত প্রতিবেদনে ইউএনএইডস জানায়, এর ফলে এইডসকে মহামারি হতে না দেয়ার লক্ষ্য অর্জনে আরো আত্মবিশ্বাসী তারা৷ তবে গত বছর সারা বিশ্বে আরো অন্তত ২০ লাখ মানুষের দেহে এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থা৷

আশার কথা একটাই, ইউএনএইডস ধারণা করেছিল, ২০১২ ও ২০১৩ সাল মিলিয়ে এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা সাড়ে তিন কোটির মতো হবে৷ এ অনুমান ভুল হয়নি৷ তার মানে, এইডস নিরাময়ের ওষুধ আবিষ্কারে সাফল্য না এলেও এ রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর সুফল আসতে শুরু করেছে৷ প্রতিবেদনে আরো বলা হয়, গত দু বছরে এইডসের কারণে মৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে ছিল৷ ২০৩০ সালের মধ্যে এইডসে মৃত্যুর হার বর্তমানের চেয়ে ৯০ ভাগ কমিয়ে আনতে চায় ইউএনএইডস৷ এর আগে ২০১৫ সালের মধ্যে চিকিৎসা গ্রহণে আগ্রহী প্রত্যেক এইডস রোগীকে চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্য স্থির করেছিল তারা৷

বুধবার প্রকাশিত প্রতিবেদনে এইডস নির্মূলের অংশ হিসেবে নেয়া আরো কিছু কর্মসূচি সম্পর্কেও ধারণা দেয়া হয়৷ গত বছর সারা বিশ্বের ১ কোটি ২৯ লাখ মানুষকে প্রাণরক্ষাকারী ওষুধ দেয়া হয়েছে৷ তবে আরো ২ কোটি ২০ লাখ মানুষ এখনো জীবন বাঁচানোর জন্য ওষুধের অপেক্ষায় রয়েছেন৷ প্রতিবেদনে আরো জানানো হয়, গত এক বছরে এইডস সংক্রান্ত রোগে মারা যান প্রায় ১৫ লক্ষ মানুষ৷''

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য