1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উৎসবটা কি আর ফিরবে না?

৩০ এপ্রিল ২০১৫

সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ তবে সামাজিক মাধ্যমে ভোটের দিনের পরিবেশ নিয়ে এখনও আলোচনা চলছে৷

https://p.dw.com/p/1FIJc
Bangladesch Wahlen 2013
ছবি: picture-alliance/A.A./N. Kumar

নির্বাচন কাভার করা সাংবাদিক ইশরাত জাহান ঊর্মি ডয়চে ভেলের ‘দ্য বব্স' বিজয়ী অনলাইন পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার'-এ নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন৷ তিনি বলছেন, ‘‘...ভোট এদেশের অধিকারহীন মানুষদের কাছে একটা উৎসব ছিল৷ সাত-সকালে রান্না সেরে, সবচেয়ে ভালো পোশাকটা পরে ঘরের বউ-ঝিরা ভোট দিতে যেতেন৷ ছেলেরা-ছেলেরা, মেয়েরা-মেয়েরা রিকশায় চেপে ভোটকেন্দ্রগুলো ঘোরাঘুরি করতো৷ সেই উৎসবটা কি আর কোনোদিন ফিরে আসবে না?'' ঊর্মির এই লেখাটি ফেসবুকে শেয়ার করেছেন আঙ্গুর নাহার মন্টি৷

এদিকে, সামহয়্যার ইন ব্লগে রেজা ঘটক লিখেছেন, ‘‘ভোটে অংশগ্রহণ করেও বিএনপি একটি অপকৌশল নিয়ে নির্বাচন বর্জন করে সাধারণ ভোটারদের সঙ্গে তামাশা করেছে৷ যে দুই লাখের বেশি ভোটার তাদের সমর্থন দিয়েছে, তারা তো কেউ অপরাধ করেনি৷ ভোট বর্জনের সোজা মানে দাঁড়াল সেই দুই লাখের বেশি সমর্থকদের মতামতকেও বিএনপি একেবারে আমলে নেয়নি – যা সাধারণ ভোটারদের জন্য একটি অশনিসংকেত৷''

নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতা বিএনপির অতীতের উদাহরণ তুলে আনছেন৷ এর সমালোচনা করে ওমর শিহাব ফেসবুকে লিখেছেন, ‘‘আওয়ামী লীগের যেসব সদস্য এখন বিএনপি আমলের নির্বাচনের কারচুপির উদাহরণ দিচ্ছেন তাদের জন্য বলি এটি খুব একটা কাজের কিছু না৷ আপনি যদি কোনো দলকে সমর্থন করেন তাহলে আপনার উচিত আপনার দলের সমস্যাগুলো ঠিকঠাক করে করে দলের রাজনীতির মান আরো উপরের দিকে নিয়ে যাওয়া৷ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হলো একটি বুদবুদ৷ এটি আজ হোক কাল হোক ফেটে বিলুপ্ত হয়ে যাবে৷ যতদিন আওয়ামী লীগের বেশিরভাগ সদস্যদের মূল রাজনৈতিক কর্মসূচি হবে ‘আমরা বিএনপি'-র চেয়ে তুলনামূলকভাবে ভালো কাজেই আমাদের ভোট দাও' ঠিক ততদিনই বিএনপি টিকে থাকবে৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য