ইবোলা বিষয়ক প্রতিবেদনগুলো ভালো লাগছে | পাঠক ভাবনা | DW | 21.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইবোলা বিষয়ক প্রতিবেদনগুলো ভালো লাগছে

ইবোলা নিয়ে ডয়চে ভেলে বাংলার প্রতিবেদনগুলো পড়ে ভালো লাগার কথা জানিয়েছেন বগুড়ার পাঠক এমএ বারিক৷ তিনি লিখেছেন, এর মাধ্যমে তিনি ইবোলা সম্পর্কে অনেক তথ্য জানতে পারছেন৷

তিনি আরো লিখেছেন, ‘‘আমার কমেন্টে ‘সরু দেহ গড়তে কার্যকর ওষুধ পানি' শিরোনামে আপনাদের একটি লিংক পেয়েছিলাম৷ সেই লিংকে ঢুকে পানির নানা উপকারিতা সম্পর্কে জানতে পারলাম৷ প্রিয় পাঠকদের কমেন্টে লিংক দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি৷ খাবার গ্রহণের আগে নিয়মিত অন্তত দু'গ্লাস পানি পান ওজন কমাতে বেশ সহায়ক জেনে খুব ভাল লাগলো৷''

বারিকের পরের ই-মেল: ‘‘আপনাদের ছবিঘরে দেখলাম ‘ইউরোপীয় ইউনিয়নের উদ্ভট নিয়ম' শিরোনামে একটি প্রতিবেদন৷ প্রতিবেদনটি পড়ে জানতে পারলাম বছরের পর বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন উদ্ভট কিছু বিষয়ের উপর নিয়ম জারি করেছে৷ যেমন ইউরোপীয় ইউনিয়নের উদ্ভট আইনের অন্যতম দৃষ্টান্ত হলো কলা আইন৷ এরপর মৌমাছির বিদ্যুতায়ন, সবুজ আলো, কেবল কারের পথ, ময়লা ফেলার, ডাস্টবিন, সবার জন্য প্লাগ, ট্রাফিক সাইন এবং চিঠির বাক্সে ভিন্নতা এসব বিষয়ের উপর প্রতিবেদনটি পড়ে আমি বেশ মজাই পেয়েছি৷ এতসব জানানোর জন্য ধন্যবাদ ডয়চে ভেলে৷''

-ধন্যবাদ ভাই বারিক আপনার মতামতের জন্য৷ অন্য বন্ধুরাও লিখবেন, কেমন ?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন