1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার: ডাব্লিউএইচও

২৮ নভেম্বর ২০১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ হিসেব বলছে, আটটি দেশে ইবোলা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার৷ এর মধ্যে মারা গেছেন ৫,৬৮৯ জন৷ এদিকে, ইবোলা মোকাবিলার জন্য ভ্যাকসিন খোঁজার ক্ষেত্রে একটি ইতিবাচক খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/1DueM
Genf Einlieferung Felix Baez Sarria Ebola Patient 21.11.2014
ছবি: AP Photo/Julien Gregorio, Geneva University Hospital

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক জিএসকে-র তৈরি একটি ভ্যাকসিন পরীক্ষা করে ভালো ফল পাওয়া গেছে৷ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালানো হয়৷ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস' বা এনআইএআইডি-র পরিচালক ডা. অ্যান্থনি ফাওসি ভ্যাকসিন পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন৷ এনআইএআইডি-ও ভ্যাকসিনটি তৈরির কাজে যুক্ত ছিল৷

চীনা টেলিভিশন সিসিটিভি এ সম্পর্কিত একটি ভিডিও প্রতিবেদন টুইটারে প্রকাশ করেছে৷

এ সম্পর্কিত আরও খবর:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত আটটি দেশে ইবোলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৯৩৫-এ৷ এ সময় মৃত্যুবরণ করেছেন ৫,৬৮৯ জন৷

এদিকে, লাইবেরিয়ার এইডস কমিশনের প্রধান ডা. ইভান এফ. কামানোর বলেছেন, ইবোলার কারণে সে দেশে এইডস আক্রান্ত রোগীরা সমস্যা পড়েছেন৷

অস্ট্রেলিয়ায় রেড ক্রসের কর্মী লিবি বোয়েল বলেছেন, তিনি কলেরা রোগের চারটি মহামারি রূপ দেখেছেন৷ তবে ইবোলা তার চেয়ে ভিন্ন৷

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পশ্চিম আফ্রিকায় ইবোলা যে মহামারি রূপ ধারণ করেছে সেটা ইতিহাসের সবচেয়ে বড়৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য