1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

৩০ জুলাই ২০১৪

ইউক্রেন সংকটের কারণে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিচ্ছে তার উল্টো প্রতিক্রিয়া পড়তে পারে ইইউ-র উপরই – এমনটাই মনে করছেন বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/1ClxL
Symbolbild Europäische Union
ছবি: Georges Gobet/AFP/Getty Images

কারণ রাশিয়ার সঙ্গে ইইউ-র ভালো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে৷ বিশেষ করে জ্বালানির জন্য ইইউ রাশিয়ার উপর অনেকখানি নির্ভরশীল৷ এই পরিস্থিতিতে ইইউ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করায় শেয়ার বাজারে তার একটা প্রভাব পড়তে শুরু করেছে৷ এছাড়া রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়া শুরু করেছে৷ যেমন তারা ইউক্রেন থেকে আর টিনজাত ফল ও সবজি কিনবে না বলে জানিয়ে দিয়েছে৷ প্রয়োজনে ইউরোপ থেকে আমদানি বন্ধ করবে বলেও হুমকি দিয়েছে রাশিয়া৷ এর ফলে, ইউরোপের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া চলছে, সেটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ইইউ-রাশিয়া বাণিজ্য

গত বছর রাশিয়া আর ইইউ-র মধ্যে প্রায় ৩৩৬ বিলিয়ন ইউরোর ব্যবসা হয়েছে৷ এক্ষেত্রে রাশিয়া ইইউ-র চেয়ে এগিয়ে রয়েছে৷ অর্থাৎ রাশিয়া যতটা না ইউরোপ থেকে পণ্য আমদানি করে, তার চেয়ে বেশি করে ইইউ, রাশিয়া থেকে৷ তাছাড়া ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি আর বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের একটি ইটালির সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক খুবই গভীর৷

Symbolbild EU und Russland Sanktionen
প্রয়োজনে ইউরোপ থেকে আমদানি বন্ধ করবে বলেও হুমকি দিয়েছে রাশিয়াছবি: picture alliance/chromorange

প্রসঙ্গ ব্যাংকিং ইউনিয়ন

ইইউ-তে যে ব্যাংকিং ইউনিয়ন চালু হওয়ার কথা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জার্মানির কয়েকজন অর্থনীতিবিদ৷ তাঁদের মতে, এটা জার্মান আইনের পরিপন্থি৷ এজন্য জার্মানির সাংবিধানিক আদালতেও গেছেন তাঁরা৷ নভেম্বর থেকে ব্যাংকিং ইউনিয়ন চালু হওয়ার কথা৷ এর দায়িত্ব হবে, ইইউ সদস্য রাষ্ট্রের জাতীয় ব্যাংকগুলোর কার্যক্রম দেখভাল করা৷ অর্থাৎ ঐসব ব্যাংকের উপর একটা নিয়ন্ত্রণ থাকবে ঐ ব্যাংকিং ইউনিয়নের৷ আর এতেই আপত্তি জার্মান অর্থনীতিবিদদের৷ তাঁদের মতে, এটা ইউরোপীয় চুক্তির পরিপন্থি৷ এছাড়া জার্মানির মতো দেশগুলো, যাদের একটা কার্যকর ব্যাংকিং পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে, ব্যাংকিং ইউনিয়ন তাদের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে বলে মনে করছেন তাঁরা৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য