1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় মহাকাশফেরির স্বপ্ন

কর্নেলিয়া বর্মান/এসবি২০ এপ্রিল ২০১৫

মার্কিন ‘স্পেস শাটল' বা মহাকাশফেরি কর্মসূচির বন্ধ হওয়ার পর থেকে রাশিয়ার ‘সোইয়ুজ'-ই মাহাকাশে মানুষ পাঠানোর একমাত্র উপায়৷ অন্যান্য মহাকাশ পরাশক্তির মতো ইউরোপও মহাকাশফেরি তৈরির চেষ্টা চালাচ্ছে৷

https://p.dw.com/p/1FAve
USA Space Shuttle Atlantis
ছবি: AP

ভূ-পৃষ্ঠ থেকে ৩২০ কিলোমিটার উপরে মিনি শাটল রকেট থেকে বিচ্ছিন্ন হলো৷ নিয়ন্ত্রিত এক বিস্ফোরণের পর ‘ইন্টারমিডিয়েট এক্সপেরিমেন্টাল ভেহিকল আইএক্সভি' আরও উপরে উঠে গেল৷ মহাকাশ থেকে সহজে পৃথিবীতে ফিরে আসার প্রযুক্তির পরীক্ষাই ছিল এর লক্ষ্য৷

এই লক্ষ্যে ৫ মিটার লম্বা স্বয়ংক্রিয় হাইটেক মহাকাশযান গড়ে তোলা হয়েছে৷ এক জটিল সিস্টেম তার অবস্থান ও দিকনির্ণয় করতে পারে৷ ‘লিফটিং বডি' নামের বিশেষ গঠন এই মহাকাশফেরিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ ও অবতরণ করতে সাহায্য করবে৷ সেই সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি৷

যেমন উত্তাপ নিয়ন্ত্রণের শিল্ড বা বর্ম, যা বিশেষ ধরনের সেরামিক দিয়ে তৈরি৷ আছে উত্তাপ-নিরোধক সুরক্ষা মেটিরিয়াল৷ তিনশোরও বেশি সেন্সর এই সব প্রযুক্তির উপর নজর রাখে৷ ইঞ্জিনিয়াররা জানতে চেয়েছিলেন, এই স্বয়ংক্রিয় মহাকাশযান পৃথিবীতে ফিরলে ঠিক কী ঘটে৷ ৪৫০ কিলোমিটার উচ্চতা থেকে যানটি পৃথিবীর দিকে ধেয়ে আসে৷ শব্দের তুলনায় প্রায় ২০ গুণ বেশি গতিতে সেটি বায়ুমণ্ডলে প্রবেশ করে৷ ঘর্ষণের ফলে প্রায় ১,৬০০ ডিগ্রি পর্যন্ত তীব্র উত্তাপ সৃষ্টি হয়৷ মহাকাশযানটির দ্রুত পতন ঠেকাতে কাজ শুরু করে প্যারাশুট৷ তারপর সেটি ধীর গতিতে জলের উপর নামে৷

এই মিনি শাটল-এর প্রোটোটাইপ ৩,০০০ মিটার উচ্চতা থেকে পতনের কায়দা রপ্ত করেছে৷ ইউরোপীয়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এটা গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ৷

মহাকাশচারীদের নিজস্ব উদ্যোগে পৃথিবীতে ফিরিয়ে আনতে চায় তারা৷ এখনো রাশিয়ার ‘সোইয়ুজ' মহাকাশযানের উপর নির্ভর করতে হয়৷ কাজাখস্তানে অবতরণ করে সেই যান৷ গত বছর আলেক্সান্ডার গেয়ার্স্ট এভাবেই মহাকাশ থেকে ঘরে ফিরেছিলেন৷ নিজস্ব মহাকাশফেরি পেলে ইউরোপের নির্ভরতা অনেক কমে যাবে৷

সেটা হলে আরও একটি স্বপ্ন পূরণ করা সম্ভব হবে৷ মঙ্গলগ্রহের মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে৷ তারপর গবেষণাগারে তার মধ্যে প্রাণের চিহ্নের সন্ধান করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান