‘ইউরোপকে পৃথিবীর জান্নাত ভাবে' | পাঠক ভাবনা | DW | 16.04.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইউরোপকে পৃথিবীর জান্নাত ভাবে'

ফেসবুকে পাঠকবন্ধুদের কাছে সাগর পাড়ি দিয়ে সাধারণ মানুষ কেন জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসতে চাচ্ছেন, এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে গিয়ে নানা মত উঠে এসেছে৷

পাঠক দিদারুল ইসলাম নিজেই এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে এসেছেন৷ তাঁর নিজের ভাষায়, ‘‘আমি নিজেও এসেছি এভাবে, চারপাশে পানি আর পানি, আর কিছু দেখা যায়না৷ ছোট্ট একটা ট্রলারে করে ভেসে চলেছি স্বপ্নের দেশের উদ্দেশ্য৷ মাঝে মাঝে এক আধটা লাইফ জ্যাকেট পড়া লাশ দেখে ভয়ে গা শিউরে উঠে৷ ভয়ংকর অভিজ্ঞতা৷''

যারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যায় তাদের প্রতি নাঈম আলম শিকদারের পরামর্শ, ‘‘কয়েকদিন আগে একটা ডকুমেন্টারিতে দেখছিলাম, যে অনেকে আফ্রিকা থেকে ৪/৫ হাজার মাইল হেঁটে ইউরোপে ঢোকে, ঐভাবে গেলেই পারে, কষ্ট হলেও ঝুঁকিটা একটু কম!''

ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সায়মন মিয়ার সোজা জবাব, জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেয় ‘‘টাকার জন্য৷'' আল আমিন, হোসাইন, তানোরেরও এই একই উত্তর৷

সাগর পাড়ি দিয়ে ইউরোপে আসতে গিয়ে গত বছর মারা গেছেন কমপক্ষে সাড়ে তিন হাজার মানুষ৷ দু'দিন আগে নিখোঁজ আরো চারশো৷ সাধারণ মানুষ কেন জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসতে চাচ্ছেন? ফেসবুকে সাখাওয়াত বাবনের উত্তর ঠিক এরকম,‘‘উত্তরটি আর কিছুই না, জীবন ও জীবিকার তাগিদে মানুষ মৃত্যুর মুখোমুখি হতেও ভয় পাচ্ছে না৷''

কামরুল হাসানের মতে, সবার খোলা মেলা পরিবেশ পছন্দ, আর যেখানে অর্থের সাথে মনের স্বাধীনতা তাই ইউরোপকে পৃথিবীর জান্নাত ভাবে ও নিরাপদ মনে করে৷ নিজের দেশে তারা কেউ সুখী না৷''

হাসান আল হাসিবের মতে, ইউরোপে নাকি ফ্রি সেক্স লাইফ, আর সেজন্যই নাকি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দেয়৷

রাজীব ইসলাম বলছেন ‘‘এরাই ইটালিকে বসতিতে পরিণত করেছে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন