1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদের ঝড়

আরাফাতুল ইসলাম (এএফপি)১৭ জানুয়ারি ২০১৩

ব্লগার আসিফ মহিউদ্দীনের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল৷ বুধবার ঢাকার শাহবাগে প্রতিবাদ মিছিল করেন ব্লগার, অ্যাক্টিভিস্টরা৷ এছাড়া, নিউ ইয়র্ক ভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ এ ঘটনার তদন্ত আহ্বান করেছে৷

https://p.dw.com/p/17LD7
Description: Bloggers in Dhaka protested against the attack on Asif Mohiuddin. Asif Mohiuddin, 29, was attacked on Monday night by three unidentified men near his office in Dhaka's upscale Uttara district. Declaration: Blogger Sharat Chowdhury shared these photos via Babu Ahmed with DW for Online use.
ছবি: Sharat Chowdhury

সোমবার রাতে ঢাকার উত্তরায় নিজের কার্যালয়ের সামনে হামলার শিকার হন আসিফ মহিউদ্দীন৷ আলোচিত এই ব্লগারকে সেসময় কমপক্ষে তিন হামলাকারী বেধড়ক কোপায়৷ অধিকাংশ কোপই পরে আসিফের ঘাড় এবং গলায়৷ এই হামলার পর অবশ্য দ্রুতই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে৷ এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসিফের অস্ত্রোপচার চলে তিন ঘণ্টা ধরে৷

আসিফের উপর অস্ত্রোপচার দলে ছিলেন চিকিৎসক হরিদাস সাহা৷ ফরাসি বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার তিনি বলেন, ‘‘কোপের ধরন প্রমাণ করে হামলাকারীরা তাঁকে (আসিফ মহিউদ্দীন) হত্যা করতে চেয়েছিল৷''

Der Blogger Asif Mohiuddin aus Bangladesch. Blogger Asif Mohiuddin is under pressure from Government forces of Bangladesh, because of his writing on the reform of Education Sector. He is feeling in secured now. Zugeliefert durch Arafatul Islam am 4.10.2011. Copyright: Asif Mohiuddin
ব্লগার আসিফ মহিউদ্দীনছবি: Asif Mohiuddin

আসিফের উপর এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য মানুষ৷ ফেসবুক, টুইটার, ব্লগে এই বিষয়ে অসংখ্য নিবন্ধ প্রকাশ করা হয়েছে৷ বুধবার বিকেলে ঢাকার শাহবাগে এই বিষয়ে প্রতিবাদ সভা, মিছিলের আয়োজন করেন কয়েকজন ব্লগার এবং অ্যাক্টিভিস্ট৷

আসিফের উপর হামলার প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সভায় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ফারুক ওয়াসিফ৷ এই সাংবাদিক ও সমাজকর্মী ডয়চে ভেলেকে জানান, ‘‘হামলা কারা করেছে আমরা জানিনা৷ এই জানানোর দায়িত্বটা প্রশাসনের৷ তাদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই প্রতিবাদ সভা৷''

ফারুক ওয়াসিফ জানান, আসিফ, আমিসহ আরো অনেককে সবধরনের উগ্রপন্থীরা অনলাইনে, ফেসবুকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে৷ তিনি বলেন, ‘‘এ ধরনের হুমকি-ধামকি যখন চলতে থাকে, তখন একজন ব্যক্তির শুধু মত প্রকাশের স্বাধীনতা নয় জীবনের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়ে৷''

শাহবাগের প্রতিবাদ সভায় উপস্থিত ব্লগার, সাংবাদিক বাবু আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার যতটুকু মনে হয়, আসিফের উপর হামলা ধর্মান্ধ কোনো গোষ্ঠীর পক্ষ থেকেই করা হয়েছে৷ কেননা তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে অনেক লেখালেখি করেন৷''

প্রসঙ্গত, গত বছর ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার ‘সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' বিভাগে ‘ইউজার প্রাইজ' জয় করেন আসিফ মহিউদ্দীন৷ মঙ্গলবার ফেসবুক এবং টুইটার বার্তায় আসিফ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ‘দ্য ববস' টিম৷

এদিকে, নিউ ইয়র্ক ভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস' (সিপিজে) আসিফের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে৷ এক বিবৃতিতে সংস্থাটির উপ-পরিচালক রবার্ট মাহোনি বলেছেন, ‘‘আমরা আসিফ মহিউদ্দীনের উপর হামলার নিন্দা জানাচ্ছি৷ একইসঙ্গে এই হামলার কারণ সনাক্তে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি৷''

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে পুলিশি হয়রানির শিকার হন আসিফ মহিউদ্দীন৷ তাঁকে জিজ্ঞাসাবাদের নামে ১৮ ঘণ্টা আটকে রাখে গোয়েন্দা পুলিশ৷ সেসময় ইন্টারনেটে কোনো লেখালেখি না করার মুচলকা প্রদান করে মুক্ত হন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য