1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে নতুন আইফোন

৯ সেপ্টেম্বর ২০১৪

কেউ বলছে, আইফোন সিক্সে থাকবে যেখানে খুশি গিয়ে যা ইচ্ছে কেনার সুবিধা৷ আবার কেউ বলছে, নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এতে এমন সুবিধা থাকবে যে আগ্রহীরা না কিনে পারবেন না৷ অ্যাপল কিন্তু যা বলার মঙ্গলবারই বলবে!

https://p.dw.com/p/1D8rH
আইফোনের সবশেষ সংস্করণছবি: Getty Images

আইফোন সিক্স বাজারে আসছে এমন সময়ে, যখন ‘আই ক্লাউড'-এর ডেটা স্টোরেজ সিস্টেম থেকে নগ্ন ছবি নিয়ে হ্যাকাররা প্রকাশ করে দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘অ্যাপল'৷ বিশ্বনন্দিত তারকাদের নগ্ন ছবি প্রকাশের ঘটনা নিয়ে এখনো তোলপাড় চলছে৷ ওয়াল স্ট্রিট জার্নালকে অ্যাপল-এর প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, আই-ক্লাউডের ডেটা স্টোরেজ সিস্টেমের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে৷ আগামীতে অন্য কেউ আই-ক্লাউড স্টোরেজ সিস্টেমে ঢুকলেই প্রকৃত ব্যবহারকারীকে এ বিষয়ে সতর্ক করার ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি৷

তবে সাধারণ ক্রেতাদের প্রত্যাশা তো ওইটুকুই নয়, তাই কৌতূহলেরও শেষ নেই৷ অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন সিক্স-এ কী থাকছে না থাকছে তা এক সংবাদ সম্মেলনের মাধ্যমেই প্রকাশ করা হবে৷ এক আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয়েছে বিষয়টি৷ নতুন পন্যে কী কী থাকছে এ সম্পর্কে সবার কৌতূহল ধরে রাখতে আমন্ত্রণপত্রে শুধু লেখা হয়েছে, ‘‘ইশ, এর চেয়ে বেশি কিছু যদি বলা যেত!''

এভাবে রহস্য ধরে রাখলেও অ্যাপল অবশ্য বেশি অপেক্ষায় রাখবে না৷ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নিজস্ব কার্যালয়েই সংবাদ সম্মেলন ডেকেছে, মঙ্গলবার সেখানেই সব জানিয়ে দেবে অ্যাপল৷

সংবাদ মাধ্যম কিন্তু অ্যাপলের ঘোষণার অপেক্ষায় বসে নেই৷ ব্লুমবার্গ এক খবরে জানিয়েছে, আইফোন-এর নবতম সংস্করণটি হবে বেশ বড় আকারের৷ তাদের খবর অনুযায়ী, আইফোন সিক্সও হবে দুটি আকারের, একটির ডিসপ্লে হবে ১২ সেন্টিমিটার, অন্যটির ১৪ সেন্টিমিটার৷

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আরো বড় চমক নিয়ে হাজির হতে পারেন মঙ্গলবারের মিডিয়া ইভেন্টে৷ আসতে পারে স্মার্টওয়াচ বা শরীরের সঙ্গে রাখা যায় এমন অন্য কোনো ডিভাইসের কথা, যা আইফোন-এর বাড়তি সংযোজন হিসেবেই কাজ করবে৷ ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কিত তথ্য জেনে নেয়ার ব্যবস্থাও রাখা হতে পারে আইফোন-সিক্সে৷ আইফোন সিক্স হতে পারে ‘মোবাইল ওয়ালেটের মতো', অর্থাৎ এটা সঙ্গে থাকলে আপনি যেভাবে মানিব্যাগ থেকে টাকা বের করে কেনাকাটা করেন, সেই কাজটিও করতে পারবেন মানিব্যাগ ছাড়া৷ বলা হচ্ছে, অ্যাপল হয়ত চুক্তি করে ফেলেছে ভিসা, মাস্টারকার্ড এবং অ্যামেরিকান এক্সপ্রেসের সঙ্গে৷ ফলে কিছু কিনতে চাইলে আগামীতে হয়ত হাতে শুধুমাত্র আইফোন সিক্স রাখলেই হবে!

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য