1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেকজান্ডারের সমাধি সন্ধান

২৮ আগস্ট ২০১৪

গ্রিসের উত্তরাঞ্চলের অ্যাম্ফিপোলিস শহরে একটি সমাধির সন্ধান পাওয়া গেছে৷ প্রায় ৫৯০ মিটার দীর্ঘ এই সমাধিটি কার, তা নিয়ে সে দেশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/1D2hA
Mazedonien Denkmal Alexander der Große in Skopje
ছবি: picture-alliance/dpa

অনেকে মনে করছেন এটা হয়ত প্রাচীন বিশ্বের সর্বাধিক সমাদৃত ‘আলেকজান্ডার দ্য গ্রেট'-এর সমাধি হতে পারে৷ অবশ্য গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয় বলছে সেটা হওয়ার সম্ভাবনা নেই৷ তবে গ্রিসে এখন পর্যন্ত যত সমাধি পাওয়া গেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়৷

উল্লেখ্য, সমাধি খননের কাজ এখনো চলছে৷ নতুন এই প্রত্নতত্ত্ব নিয়ে গ্রিসের সাধারণ মানুষ এতই কৌতূহলী হয়ে উঠেছেন যে, সরকারি টেলিভিশনে প্রতিদিন খননের সর্বশেষ পরিস্থিতি জানানো হচ্ছে৷ এছাড়া খননকাজের আশেপাশে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় সেখানে পুলিশ নিয়োগ করা হয়েছে৷

খৃষ্টপূর্ব ৩২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে মারা যান মহাবীর আলেকজান্ডার৷ নিজের মতো করে পৃথিবীর মানচিত্রটা বদলে দিতে চাওয়া এই যোদ্ধা ব্যাবিলনে মৃত্যুবরণ করেন৷ তবে তাঁর সমাধিটা যে কোথায় আছে, প্রত্নতাত্ত্বিকদের কাছে আজও সেটা অজানা৷ অনেক বিশেষজ্ঞের মতে, মিশরের আলেকজান্দ্রিয়া শহরে হয়ত তাঁর সমাধি রয়েছে৷

এদিকে, গ্রিসের যে স্থানে খননকাজ চলছে, মহাবীর আলেকজান্ডারের মৃত্যুর পর সেই শহরে চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী ও সন্তান৷ সেখানে আলেকজান্ডারের মা, স্ত্রী, ছেলে, ভাই, ভাবীকে হত্যা করা হয়৷ ফলে আবিষ্কৃত হতে যাওয়া সমাধিটি তাঁদেরও হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আরেকদল বিশেষজ্ঞের মতে, সমাধিটি আলেজান্ডারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারও হতে পারে৷

২০১২ সালে খননকাজ শুরু হওয়া এই সমাধিটি বড় বড় পাথর দিয়ে ঘেরা ছিল৷ ফলে সমাধির মূল্যবান জিনিসগুলো অরক্ষিত থাকবে বলে আশা করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা৷ কিন্তু পরে জানা যায়, তাঁদের ধারণা ঠিক নয়৷ দেয়াল ফুটো করে অনেক আগেই সেখানে চোরের পা পড়েছিল৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)