‘‘আমরা বাংলাদেশিরা শান্তি প্রিয়’’ | পাঠক ভাবনা | DW | 19.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘আমরা বাংলাদেশিরা শান্তি প্রিয়’’

পাঠক অসিত কুমার লিখেছেন, ‘‘ডয়চে ভেলে থেকে জানতে পারলাম ইরাকের মসুল বাঁধ কুর্দিদের দখলে৷ আমরা শান্তিকামী জনগণ যু্দ্ধ-বিগ্রহ পচ্ছন্দ করি না৷ আমরা সমগ্র বিশ্বে শান্তি কামনা করি৷’’

তিনি আরো লিখেছেন, ‘‘আমরা বাংলাদেশিরা যে শান্তি প্রিয় তার প্রমাণ মিলেছে রিপোর্টটিতে৷ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়, আমরা আরো উন্নতি করতে পারবো৷ আমরা সকলের সহযোগিতা কামনা করি৷ রিপোর্টটি প্রকাশের জন্য ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ ডা. অসিত কুমার দাশ মিন্টু, চট্রগ্রাম, বাংলাদেশ৷''

পরের ই-মেলটির লেখক পাঠক বারিক৷ তিনি লিখেছেন, ‘‘হার্ট অ্যাটাকের লক্ষণ চিনুন, জীবন বাঁচান' প্রতিবেদনটি আমার বেশ ভালো লেগেছে৷ কিছু নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাক থেকে দূরে থাকা যায়, সেরকম কিছু টিপস নিয়ে ছবিঘরটি ছিল একটি অসাধারণ প্রতিবেদন, যা আমি কপি করে নিয়েছি, কারণ গুরুত্বপূর্ণ বিষয় বলে কথা৷ এ রকম গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন পেলেই আমি তা ভবিষ্যতের প্রয়োজনে কপি করে রাখি৷ জার্মানির হামবুর্গ শহরের হৃদরোগ বিশেষজ্ঞ ড. টোমাস স্টাইন বলেন, ‘‘একটু সচেতন হলেই হার্ট অ্যাটাককে দূরে রাখা সম্ভব৷ অর্থাৎ হার্ট অ্যাটাক কিন্তু কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হয় না৷'' এই ট্রিপসগুলো আমরা বিনা মূল্যে পাচ্ছি ডয়চে ভেলের মাধ্যমে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

- লেখার জন্য ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন